TRENDING:

'আমাকে এসবে জড়াবেন না প্লিজ', হাতজোড় করে বললেন সৌরভ! এমন কথা তিনি আগে বলেননি

Last Updated:
সৌরভ সোজাসুজি বলে দিলেন, আমাকে রাজনীতিতে জড়াবেন না। ১৫ এপ্রিল সন্ধেয় চাকরিহারা ঐক্যমঞ্চের তিন সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল সৌরভের বেহালার বাড়িতে।
advertisement
1/6
'আমাকে এসবে জড়াবেন না প্লিজ', হাতজোড় করে বললেন সৌরভ! এমন কথা তিনি আগে বলেননি
আরজি কর মামলা নিয়ে মুখ খুলে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় আরজি কর ইস্যু নিয়ে সমালোচনা পাওয়ার মতো কিছু বলেননি। তিনি দাবি করেছিলেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছিল।
advertisement
2/6
আগামী ২১ তারিখে ১২টি মঞ্চের তরফে 'নবান্ন চলো'-র ডাক দেওয়া হয়েছে। সেই অভিযানে চাকরিহারাদের তরফে বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে থাকার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বান ফিরিয়ে দিলেন সৌরভ। চাকরিহারা শিক্ষকদের কয়েকজন সৌরভের বেহালার বাড়িতেও গিয়েছিলেন। তবে সৌরভ বাড়িতে ছিলেন না বলে তাঁর সঙ্গে দেখা হয়নি।
advertisement
3/6
সৌরভ সোজাসুজি বলে দিলেন, আমাকে রাজনীতিতে জড়াবেন না। ১৫ এপ্রিল সন্ধেয় চাকরিহারা ঐক্যমঞ্চের তিন সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল সৌরভের বেহালার বাড়িতে। উপলক্ষ ছিল 'নবান্ন চলো' অভিযানে তাঁকে আমন্ত্রণ। কিন্তু তা সম্ভব হয়নি।
advertisement
4/6
শেষ পর্যন্ত সৌরভের সঙ্গে তাঁরা দেখা তো তাঁরা করতে পারেননি, উল্টে ঠাকুরপুকুর থানার পুলিশ গিয়ে সৌরভের নামের চিঠি চিঠি দিয়ে আসেন। ২১শে এপ্রিল তাঁদের নবান্ন অভিযানে সৌরভ গঙ্গোপাধ্যায় যাতে পাশে থাকেন অন্তত সেই আহ্বান জানিয়েছিলেন চাকরিহারারা।
advertisement
5/6
সৌরভকে প্রশ্ন করা হলে তিনি নিজেকে এসবের থেকে দূরত্ব বজায় রাখারই চেষ্টা করেন। সৌরভ বলেন, 'আমাকে রাজনীতিতে জড়াবেন না। সৌরভ বরাবরই সরাসরি কোনও রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে মন্তব্য করা থেকে নিজেকে বিরত থেকেছেন। এবারও কার্যত সেটাই করলেন।
advertisement
6/6
রাজনৈক ব্যক্তিত্বদের সঙ্গে বারবার দেখা গিয়েছে এক মঞ্চে। তবে সৌরভ বারবার বলে এসেছেন, তিনি রাজনীতিবিদদের সঙ্গে সৌহার্দের সম্পর্ক রাখেন। এর বাইরে রাজনৈতিক কোনও পরিচয় তাঁর নেই। তিনি ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকা মানুষ। রাজনীতিতে তাঁর আগ্রহ নেই।
বাংলা খবর/ছবি/খেলা/
'আমাকে এসবে জড়াবেন না প্লিজ', হাতজোড় করে বললেন সৌরভ! এমন কথা তিনি আগে বলেননি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল