TRENDING:

IPL 2019: আইপিএলে CSK-র দু’বছরের নির্বাসন, জীবনের কঠিনতম সময়: ধোনি

Last Updated:
advertisement
1/5
IPL 2019: আইপিএলে CSK-র দু’বছরের নির্বাসন, জীবনের কঠিনতম সময়: ধোনি
নিজের ক্রিকেট কেরিয়ারে সাফল্য-ব্যর্থতা সবকিছুই দেখেছেন মহেন্দ্র সিং ধোনি ৷ ভারতকে দু’দুটো বিশ্বকাপ ( ৫০ ওভার ও টি টোয়েন্টি) দিয়েছেন তিনি ৷ আইপিএলে সবচেয়ে ধারাবাহিক তাঁর দল চেন্নাই সুপার কিংস ৷ তবে এরই পাশাপাশি অনেক খারাপ সময়েরও সাক্ষী থেকেছেন মাহি ৷ Photo Courtesy: Chennai Super Kings/Twitter
advertisement
2/5
চেন্নাই সুপার কিংসকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘Roar of the Lion’-এ সেই অন্ধকার সময়ের কথা তুলে ধরেছেন ধোনি। বলেছেন, ‘‘ক্রিকেট জীবনে সব চেয়ে হতাশাজনক সময় ছিল ২০১৩ সাল। এর আগে প্রায় এ রকম ধরনের সময় গিয়েছিল, ২০০৭ বিশ্বকাপে হেরে ফেরার সময়। কিন্তু সেখানে আমরা ভাল খেলিনি। কিন্তু ২০১৩ তে ব্যাপারটা ছিল আলাদা। কারণ, এ বার স্পট ফিক্সিং ও ম্যাচ ফিক্সিংয়ের কথা হচ্ছিল দেশ জুড়ে। স্পট ফিক্সিং একজন ক্রিকেটারের পক্ষে করা সম্ভব। কিন্তু ম্যাচ গড়াপেটা করতে গেলে লাগে দলের অনেককে। তাই অভিযোগ শুনে অবাক লেগেছিল। মনে প্রশ্ন আসত, আমরা কী ভুল করেছি?’’ Photo Courtesy: Chennai Super Kings/Twitter
advertisement
3/5
দু’বছর সিএসকে নির্বাসিত থাকার সময় অন্ধকারে ডুবে গিয়েছিল তাঁর জীবন, বলে জানিয়েছেন ধোনি ৷ তীব্র মানসিক কষ্টে ভুগেছেন ‘ক্যাপ্টেন কুল’ সেই সময় ৷ Photo Courtesy: Chennai Super Kings/Twitter
advertisement
4/5
সিএসকে-র দু’বছরের নির্বাসন নিয়ে ধোনি বলেন, ‘‘আমার মনে হয় না, আমার জীবনে এর চেয়ে কঠিন সময় কিছু আসবে।’’ ধোনি আরও বলেন, ‘‘২০১৮ সালে যখন আমরা ফিরেছিলাম, তখন দলের ক্যাচলাইন ছিল— ভাল ফল করে অন্যদের জানিয়ে দাও আমরা ফিরেছি।’’ Photo Courtesy: Chennai Super Kings/Twitter
advertisement
5/5
Photo Courtesy: Chennai Super Kings/Twitter
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2019: আইপিএলে CSK-র দু’বছরের নির্বাসন, জীবনের কঠিনতম সময়: ধোনি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল