বিরাট অনুষ্কার বিয়ের জন্মদিন! পঞ্চম বর্ষে অনন্ত ভালোবাসার শপথ কিং কোহলির
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Virat Kohli shares special message for 5th anniversary with wife Anushka Sharma on social media. বিরাট অনুষ্কার বিয়ের জন্মদিন! পঞ্চম বর্ষে অনন্ত ভালোবাসার শপথ কিং কোহলির
advertisement
1/7

শ্যাম্পু কোম্পানির বিজ্ঞাপনে গিয়ে প্রথম আলাপ। তারপর ইতালির তাসকানিতে বিলাসবহুল বিয়ে- বিরুষ্কার কাহিনী যেন পুরোটাই রূপকথা
advertisement
2/7
বিবাহ বার্ষিকীর ভালোবাসার পরিধিটা যেন ছাপিয়ে যাচ্ছে অনন্ত আকাশকে। এটাই বোঝাতে চেয়েছেন বিরাট এবং অনুষ্কা
advertisement
3/7
কোহলির কথায়, জীবন যখন আপনি পূর্ণভাবে উপভোগ করেন, তখন ভ্যালেন্টাইনস দিনের মত দিন তুচ্ছ হয়ে যায়। প্রতিদিনই তখন ভ্যালেন্টাইনস ডে হয়ে উঠতে পারে
advertisement
4/7
কোহলি মানুষ হিসাবেও যে পরিণত হয়ে উঠেছেন, তার জন্যও কৃতিত্ব দিয়েছেন স্ত্রী অনুষ্কাকে। ও যখন আমার জীবনে আসে তখন সমস্ত নেতিবাচক বিষয় সরে গেল। আমি সবসময় বলে থাকি অনুষ্কার সঙ্গে সম্পর্কের আগে আমি ভীষণ আত্মকেন্দ্রিক ছিলাম
advertisement
5/7
বিরাট লেখেন, বাস্তবে কেবল ভালবাসা থাকে আর কিছু নয়। আর যখন ঈশ্বর এরকম একটা মানুষকে জীবনে উপহার দেন, তখন কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কোনও অনুভূতি কাজ করে না
advertisement
6/7
এই পাঁচ বছরের বিবাহিত জীবনে দুজনেই কিছু চড়াই উতরাই দেখেছেন। বিরাটের ক্রিকেট জীবনের খারাপ সময় তার মধ্যে অন্যতম
advertisement
7/7
অনুষ্কা, নিজেও জানিয়েছেন ক্রিকেটারকে এবং একজন স্পোর্টসম্যানকে বিয়ে করে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছে তার