দু'মাস ধরে নিরুদ্দেশ বিরাট-অনুষ্কা! কে সব থেকে বেশি খুঁজেছিল? কোহলির মুখে 'সেই নাম'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli In Ipl 2024 for Rcb: ২ মাস ধরে বিরাট কোহলি যখন নিরুদ্দেশ ছিলেন, তখন কে তাঁকে ও তাঁর স্ত্রী অনুষ্কার শর্মাকে সব থেকে বেশি খুঁজেছিল? সেই নামটা এবার কোহলি বলে দিলেন আরসিবির হয়ে প্র্যাকটিসে নেমে।
advertisement
1/6

প্রায় ২ মাস। তিনি ও তাঁর স্ত্রী নিরুদ্দেশ। আন্দাজ করা গিয়েছিল, তাঁরা লন্ডনে আছেন। তবে কোনও পাকা খবর কারও কাছে ছিল না। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার খবর পাওয়া যায় তাঁরা দ্বিতীয়বার বাবা-মা হওয়ার পর।
advertisement
2/6
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে নাম তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। আবার তিনি ক্রিকেটে ফিরছেন আইপিএলে। এই ২ মাসে তিনি কী করেছেন, কোথায় ছিলেন, সবই জানা যাচ্ছে ধীরে ধীরে।
advertisement
3/6
আরসিবি-র প্র্যাকটিসে যোগ দিয়েছেন বিরাট। আর ফিরেই বলেছেন, ২ মাস খুব সাধারণ জীবন যাপন করার সুযোগ পেয়েছিলাম। পরিবারের সঙ্গে সময় কাটাতে সবাই ভালবাসে। আমিও ব্যতিক্রম নই।
advertisement
4/6
আরসিবি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করেছে সেখানে বিরাট লিখেছেন, ‘এবারও আইপিএলের মরশুমে বেঙ্গালুরুতে এসে ভাল লাগছে। আবেগ আগের মতোই আছে। এখন দু'মাস শুধুই ক্রিকেট আর আরসিবি। সমর্থকরা প্রতিবারের মতো এবারও আমাদের হাতে ট্রফি দেখার জন্য মুখিয়ে আছেন। অপেক্ষায় রয়েছে মিডিয়া। ওরা তো সব সময় আমাকে খুঁজে বেড়ায়!”
advertisement
5/6
মহম্মদ কাঈফ বলছিলেন, বিরাট কোহলি ব্রেক থেকে ফিরলে দুর্দান্ত পারফর্ম করেন। এবারও কি তাই হবে! অপেক্ষায় কোহলি ভক্তরা।
advertisement
6/6
কোহলি অনেকদিন প্র্যাকটিসের বাইরে। ২২ মার্চ প্রথম ম্যাচ খেলবে আরসিবি। তার আগে কোহলির হাতে অনুশীলনের সময় বেশ কম।