Virat Kohli records: শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিরাট! একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে নজির কোহলির
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Virat Kohli records: ফের রেকর্ড গড়লেন কোহলি! বিশ্বের নাম্বার ১ ODI ব্যাটার বিরাট ভারতের হয়ে New Zealand-এর বিপক্ষে ODI-তে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন।
advertisement
1/5

ফের রেকর্ড গড়লেন কোহলি! বিশ্বের নাম্বার ১ ODI ব্যাটার বিরাট ভারতের হয়ে New Zealand-এর বিপক্ষে ODI-তে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন। India-New Zealand দ্বিতীয় এক দিনের ম্যাচে মাত্র ১ রান দরকার ছিল তাঁর এই রেকর্ড গড়তে। শচীন তেন্ডুলকরকে ছাপিয়ে তিনিই এখন ভারতের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রানের মালিক।
advertisement
2/5
শচীন তাঁর ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে New Zealand-এর বিপক্ষে ৪২টি ODI খেলেছিলেন, যেখানে Rajkot-এ চলমান ম্যাচটি কিউয়িদের বিপক্ষে ভারতের ৩৫তম ম্যাচ।
advertisement
3/5
New Zealand-এর বিপক্ষে ODI-তে সবচেয়ে বেশি রান করার সামগ্রিক রেকর্ডটি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক এবং কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিংয়ের দখলে। পন্টিং ১৯৯৫ থেকে ২০১১ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৫১টি ODI খেলেছেন এবং ৫০ ইনিংসে মোট ১৯৭১ রান করেছেন।
advertisement
4/5
Kohli-র এই রেকর্ড ছাড়িয়ে নাম্বার ১ অবস্থানে যেতে হলে পরবর্তী ম্যাচে আরও ১৯৫ রান করতে হবে। যদি কোহলি দ্বিতীয় এবং তৃতীয় ODI-তে অন্তত ২৫০ রান করতে পারেন, তাহলে তিনি বিশ্বের প্রথম ব্যাটার হবেন যিনি Kiwis-এর বিপক্ষে ২০০০ ODI রান করবেন। তবে রেকর্ডের থেকেও বিরাট কোহলির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিট থাকা এবং আগামী বিশ্বকাপের জন্য নিজেকে গড়ে তোলা।
advertisement
5/5
আগামী বছর একদিনের ক্রিকেট বিশ্বকাপ, তার আগে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট, বিশ্বকাপ পর্যন্ত এই ছন্দ ধরে রাখতে পারলে ২০১১ সালের পরে ফের ট্রফি জয়ের স্বপ্ন দেখতেই পারে ভারত।