'একটা লবি বিরাট কোহলির সঙ্গে রাজনীতি করছে', বিস্ফোরক দাবি, হইচই ভারতীয় ক্রিকেটে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli: রাজকুমার শর্মা আরও বলেছেন, সাধারণ ক্রিকেটারকে নিয়ে কথা বললে হেডলাইন হবে না। বিরাটকে নিয়ে বললে হবে। এসব ব্যাপার কিছু লোক জানে। আর তারা নির্বোধ। এসব কথায় কোহলির কিছু যায় আসে না।
advertisement
1/7

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬৭ বলে সেঞ্চুরি। তার পরও বিরাট কোহলিকে কথা শুনতে হয়েছিল। তিনি নাকি স্বার্থপর! অনেকেই বলেন, বিরাট কোহলি সেদিন খুব ধীর গতিতে খেলেছিলেন। তাই সেদিন আরসিবি ম্যাচটা হারে।
advertisement
2/7
টি২০ বিশ্বকাপের আগে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি নাকি স্লো ব্যাটিং করেন। এমনিতেই বিরাট কোহলিকে বিশ্বকাপের ভারতীয় দলে রাখা হবে না বলেই জল্পনা ছড়িয়েছে। তবে প্রাক্তনদের অনেকে এই কথা মানতে নারাজ।
advertisement
3/7
এবার বিরাটের ছেলেবেলার কোচ যা দাবি করলেন তাতে হইচই ভারতীয় ক্রিকেটে। তিনি দাবি করেছেন, কোহলি রাজনীতির শিকার।
advertisement
4/7
বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি দাবি করেছেন, কোহলিকে নিয়ে রাজনীতি চলছে।
advertisement
5/7
রাজকুমার শর্মা দাবি করেছেন, একটা লবি নিজেদের এজেন্ডা নিয়ে চলছে। এই লবি বিরাটের বিরুদ্ধে রাজনীতি করছে। তবে যে রাজা সে রাজাই থাকে। যাঁরা ক্রিকেট বোঝে, যাঁরা খেলার ভক্ত তাঁদের এসবে কিছু যায় আসে না। আর বিরাট কোহলি কোনও নির্বোধের মতো কাজ করবে না।
advertisement
6/7
এবার আইপিএলে৫ ম্যাচে ৩১৬ রান করেছেন কোহলি। স্ট্রাইক রেট ১৪৬.৩৩। গড় ১০৫.৩৩। আর তাঁর স্ট্রাইক রেট নিয়েই উঠছে প্রশ্ন। যদিও ব্রায়ান লারা বলেছেন, কোহলিকে ছাড়া বিশ্বকাপের ভারতীয় দল ভাবাই যায় না।
advertisement
7/7
রাজকুমার শর্মা আরও বলেছেন, সাধারণ ক্রিকেটারকে নিয়ে কথা বললে হেডলাইন হবে না। বিরাটকে নিয়ে বললে হবে। এসব ব্যাপার কিছু লোক জানে। আর তারা নির্বোধ। এসব কথায় কোহলির কিছু যায় আসে না।