বিরাট কোহলি কোন রাশির জাতক? অনুষ্কার সঙ্গে তাঁর এত মাখো মাখো প্রেম কেন? বড় কারণ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virushka relation: ২০২১ সালে বিরাট ও অনুষ্কার ঘর আলো করে এসেছিল মেয়ে ভামিকা। তবে এবার দুজনেই সন্তান জন্মের আগে প্রচণ্ড রাখঢাক করেছিলেন। বিরাট ও অনুষ্কা এখনও রয়েছেন লন্ডনে। তাঁদের ছেলের জন্মও সেখানেই হয়েছে।
advertisement
1/7

একেবারে হিট জুটি যাকে বলে। বিরাট কোহলি-অনুষ্কা শর্মাকে অনেকেই তাই বলেন, পাওয়ার কাপল।
advertisement
2/7
একজন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার, আরেকজন বলিউডের প্রথণম সারির নায়িকা। এই সেলেব্রিটি দম্পতি রোজও খবরের শিরেনামে থাকেন।
advertisement
3/7
দুজনেই নিজের ক্ষেত্রে সফল। চলতি বছর দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন তাঁরা। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। তার নাম অকায়।
advertisement
4/7
২০২১ সালে বিরাট ও অনুষ্কার ঘর আলো করে এসেছিল মেয়ে ভামিকা। তবে এবার দুজনেই সন্তান জন্মের আগে প্রচণ্ড রাখঢাক করেছিলেন। বিরাট ও অনুষ্কা এখনও রয়েছেন লন্ডনে। তাঁদের ছেলের জন্মও সেখানেই হয়েছে।
advertisement
5/7
আজ আমরা আলোচনা করব বিরাট কোহলি ও অনুষ্কার রাশি নিয়ে। কীভাবে তাঁরা দুজন পাওয়ার কাপল হয়ে উঠলেন! কীভাবে তাঁদের দাম্পত্য জীবন এতটা সুখের হল!
advertisement
6/7
বিরাটের জন্ম তারিখ অনুযায়ী, তাঁর রাশি বৃশ্চিক। বৃশ্চিকের প্রভু মঙ্গল। সাহসী ও পরাক্রমী হন এই রাশির জাতকরা ৷ অনুষ্কার জন্ম তারিখ অনুযায়ী তাঁর বৃষ রাশি। বৃষ রাশির প্রভু শুক্র। প্রেম, বৈভব ও সুখের দেবতা।
advertisement
7/7
বৃষ এবং বৃশ্চিক জাতকরা পরস্পরের সঙ্গে সম্পর্কে জড়ালে সেই সম্পর্ক হবে অত্যন্ত প্যাশনেট ও আবেগপ্রবণ। তবে এই সম্পর্ক হওয়াটা বেশ কঠিন। একবার সম্পর্ক হলে তা আজীবন সুখ বয়ে আনবে।