Virat Kohli Birthday : ব্রেক-আপ হয়ে গিয়েছিল বিরাট-অনুষ্কার! একজনের জন্য ফের চার হাত এক হয়! কে প্যাচ-আপ করিয়েছিলেন, জানলে অবাক হবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli Birthday : একটা সময় কোহলি ও অনুষ্কার সম্পর্ক ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও পরে কিছুদিনের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যায়। সম্পর্ক আবার আগের জায়গায় ফিরে আসে। তবে সেই সম্পর্ক আবার জুড়ে দিতে আরও একজন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
advertisement
1/6

বিজ্ঞাপনী শুটের সময় তাঁদের আলাপ। সেই আলাপ যে এতদূর গড়াবে তা কে ভেবেছিল! বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা যেন মেড ফর ইচ আদার। একে অপরকে চোখে হারান। তবে জানেন কি, একটা সময় দুজনের প্রায় ব্রেক-আপ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল!
advertisement
2/6
২০১৭ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে দীর্ঘদিন তাঁরা নিজেদের সম্পর্কের কথা গোপন করেছিলেন। তবে তাঁদের অনেক জায়গায় একসঙ্গে দেখা যেত। ফলে তাঁরা গোপন করতে চাইলেও সম্পর্কের কথা আর গোপন থাকেনি।
advertisement
3/6
ভক্তরা তাঁদের এই জুটিকে বিরুষ্কা নাম দিয়েছেন। একে অপরের পাশে থাকার ব্যাপারে বিরাট ও অনুষ্কা যেন একটা ট্রেন্ড সেট করেছেন। তাঁদের দেখে ভালবাসার সংজ্ঞা লেখা যায় যেন!
advertisement
4/6
একটা সময় কোহলি ও অনুষ্কার সম্পর্ক ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও পরে কিছুদিনের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যায়। সম্পর্ক আবার আগের জায়গায় ফিরে আসে। তবে সেই সম্পর্ক আবার জুড়ে দিতে আরও একজন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
advertisement
5/6
জানা যায়, সলমান খানের জন্যই সেই সময় বিরুষ্কার সম্পর্ক আবার জোড়া লাগে। সুলতান সিনেমার শুটিংয়ের সময় তিনিই নাকি অনুষ্কাকে বুঝিয়েছিলেন!
advertisement
6/6
সলমান নাকি অনুষ্কাকে বুঝিয়ে ছিলেন, ভালবাসা জীবনে বারবার আসে না। যদি সত্যি ভালবাসো তা হলে তাকে যেতে দিও না। সলমানের কথা শোনেন অনুষ্কা।