India vs South Africa Probable XI: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ODI সিরিজে নয়া অধিনায়ক! দলে নেই একাধিক তারকা, কেমন হতে পারে প্রথম একাদশ?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India vs South Africa Probable XI: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিুন ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে রবিবার থেকে। গিল না থাকায় ভারতের অধিনায়কত্ব করবেন কেএল রাহুল। তিন ম্যাচের সিরিজে ভারতের হয়ে খেলবেন বিরাট এবং রোহিতও।
advertisement
1/5

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিুন ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে রবিবার থেকে। গিল না থাকায় ভারতের অধিনায়কত্ব করবেন কেএল রাহুল। তিন ম্যাচের সিরিজে ভারতের হয়ে খেলবেন বিরাট এবং রোহিতও।
advertisement
2/5
এই সিরিজে সুযোগ পেতে পারেন যশস্বী জায়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়। দীর্ঘ দিন ধরে ভাল খেলেও একদিনের ক্রিকেটে জায়গা পাচ্ছিলেন না জশস্বী। রবিবার গিল না থাকায় সেই সুযোগ আসতে পারে।
advertisement
3/5
জশস্বীর সঙ্গে ওপেন করবেন রোহিত, তিন নম্বরে নামবেন বিরাট। শ্রেয়স আয়ার না থাকায়, ৪ নম্বর ব্যাটসম্যান হিসাবে ঋষভ পন্থ এবং তিলক বর্মার মধ্যে কে সুযোগ পাবেন, সেটাই দেখার বিষয়। চলতি বছর কেউই একদিনের ক্রিকেটে সুযোগ পাননি। চার নম্বরে ভাবা যেতে পারে রুতুরাজের নামও। তবে তিলক বর্মারই সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।
advertisement
4/5
কেএল রাহুল নামবেন পাঁচ নম্বরে। আর অলরাউন্ডার হিসাবে দলে থাকবেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ রেড্ডি। ভারতের একাদশে তিনজন অলরাউন্ডার হিসেবে থাকবেন। জোরে বেলার হিসাবে খেলবেন হর্ষিত রানা এবং অর্শদীপ সিং।
advertisement
5/5
স্পিনার হিসাবে কুলদীপের জায়গা পাকা। অর্থাৎ দল এরকম হতে পারে- রোহিত, যশস্বী, বিরাট, তিলক বর্মা, রাহুল, জাদেজা, সুন্দর, নীতীশ রেড্ডি, রানা এবং অর্শদীপ।