TRENDING:

প্যারিস অলিম্পিক্সের স্বপ্ন মিশেছে মাটিতে, কিন্তু এক রাতের মধ্যেই কীভাবে বাড়ল ভিনেশের ওজন? এর বড় কারণ প্রকাশ্যে আনলেন কোচ

Last Updated:
প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে মেরঠে মেয়েদের কুস্তির প্রশিক্ষণ দেন কোচ জবর সিং সোম। ভিনেশের ঘটনায় বেশ মুষড়ে পড়েছেন তিনি।
advertisement
1/5
প্যারিস অলিম্পিক্সের স্বপ্ন মিশেছে মাটিতে, কিন্তু এক রাতেই কীভাবে ওজন বাড়ল ?
Report-Umesh Shrivastav: প্যারিস অলিম্পিক্সে ভারতের আশা প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে। ফাইনালের আগেই ডিসকোয়ালিফাই হয়ে যেতে হয়েছে ভারতীয় চ্যাম্পিয়ন কুস্তিগীর ভিনেশ ফোগটকে। আর এই খবর শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে গোটা দেশ। বিশেষ করে এই ঘটনায় মহিলা কুস্তিগীর এবং তাঁদের কোচেরা হতভম্ব হয়েছেন। প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে মেরঠে মেয়েদের কুস্তির প্রশিক্ষণ দেন কোচ জবর সিং সোম।
advertisement
2/5
ভিনেশের ঘটনায় বেশ মুষড়ে পড়েছেন তিনি। তাঁর বক্তব্য, ছোট্ট একটা ভুলের কারণেই সমস্ত আশা ভেঙে গিয়েছে। কোচ জবর সিং সোমের কথায়, ভিনেশকে ১৩ কেজি ওজন কমাতে হয়েছিল। কারণ ৫০ কেজির ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিলেন ভিনেশ। এই পরিস্থিতিতে যেসব খেলোয়াড়রা ওজন কমান, তাঁরা যদি রাতে কিছু খান, তাহলে তাঁদের ওজন বেড়ে যায়।
advertisement
3/5
কয়েক ঘণ্টা পর্যন্ত তা কমে না। আর সম্ভবত এমনটাই ঘটেছে ভিনেশের সঙ্গে। কারণ ভিনেশের ওজন ৫০ কেজির থেকে মাত্র কয়েকশো গ্রাম বেশি ছিল। জবর সিংয়ের বক্তব্য, ৫০ কেজির থেকে কয়েকশো গ্রাম ওজন বেশি হওয়ায় আটকে যান ভিনেশ। যার কারণে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে তাঁকে। আর এই ছোট্ট ভুলের জন্যই যেন কোটি কোটি ভারতীয় নাগরিকের মাথায় আকাশ ভেঙে পড়েছে। জবর সিং সোম আরও বলেন যে, ভিনেশকে তিনি ভাল ভাবেই চেনেন।
advertisement
4/5
আর তাঁর লড়ার ক্ষমতা দুর্দান্ত। জবর সিংয়ের বক্তব্য, তিনি খুব ভাল করেই জানেন যে, ভিনেশ আবার উঠে দাঁড়াবেন এবং লড়াই করবেন। আসন্ন চ্যাম্পিয়নশিপে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখা যাবে তাঁর। কিন্তু প্যারিস অলিম্পিকসে আপাতত সেটা হওয়ার নয়। কারণ আইওসি নীতি খুবই কঠোর।
advertisement
5/5
জবর সিং বলেন যে, এই ঘটনায় তাজ্জব হয়েছেন কুস্তিগীররা। আর ভিনেশই প্রথম মহিলা কুস্তিগীর, যিনি মহিলাদের কুস্তিতে ফাইনালে পৌঁছতে পেরেছেন। শুধু ওজনের জন্যই প্রতিযোগিতার ময়দান থেকে সরে যেতে হল তাঁকে।
বাংলা খবর/ছবি/খেলা/
প্যারিস অলিম্পিক্সের স্বপ্ন মিশেছে মাটিতে, কিন্তু এক রাতের মধ্যেই কীভাবে বাড়ল ভিনেশের ওজন? এর বড় কারণ প্রকাশ্যে আনলেন কোচ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল