Vaibhav Suryavanshi: স্ট্রাইকরেট ২৮০! রনজির প্রথম ম্যাচেই কী কাণ্ড ঘটালেন বৈভব সূর্যবংশী? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: ২ বছর বয়সে রনজি ট্রফিতে অভিষেক করে নজির গড়েছিলেন বৈভব সূর্যবংশী। আইপিএল ও ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে অনবদ্য পারফর্ম করে এবার রনজি ট্রফিতে বিহার দলের সহ অধিনায়ক হয়েছেন বৈভব।
advertisement
1/5

১২ বছর বয়সে রনজি ট্রফিতে অভিষেক করে নজির গড়েছিলেন বৈভব সূর্যবংশী। আইপিএল ও ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে অনবদ্য পারফর্ম করে এবার রনজি ট্রফিতে বিহার দলের সহ অধিনায়ক হয়েছেন বৈভব।
advertisement
2/5
রনজি ট্রফিতে কেমন শুরু করেন বৈভব সেইদিকে নজর ছিল সকলের। ১৫ অক্টোবর পাটনার মইন-উল-হক স্টেডিয়ামে অরুণাচল প্রদেশের বিপক্ষে ওপেনার হিসেবে নামেন বৈভব।
advertisement
3/5
খেলার শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে সবার দৃষ্টি আকর্ষণ করেন বৈভব। প্রথম চারটি বলেই তিনি দুটি চার এবং একটি ছক্কা হাঁকান। তাঁর এমন শুরুর মাধ্যমে দলের মনোবল অনেকটাই চাঙ্গা হয়।
advertisement
4/5
কিন্তু ভাল শুরু করেও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি বৈভব সূর্যবংশী। প্রথম ওভারের পঞ্চম বলেই ইয়াব নিয়ার বলে আউট হয়ে যান তিনি। যা সকলকে হতাশ করে।
advertisement
5/5
পাঁচ বল খেলে তিনি ১৪ রান করেন, যার স্ট্রাইক রেট ছিল ২৮০.০০। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় তার ব্যাটিংয়ের আগ্রাসী মনোভাব। প্রতিভার অভাব না থাকলেও, চার দিনের ম্যাচে আরও ধৈর্য্যশীল ও পরিপক্কতা বৈভবের দরকার বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।