Vaibhav Suryavanshi: ৩৫০ স্ট্রাইকরেট! বৈভব সূর্যবংশী এবার যা করলেন..., জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: ঘরোয়া ক্রিকেটে আবারও দৃষ্টি কাড়লেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে যে পরিণত ও আক্রমণাত্মক ব্যাটিং তিনি উপহার দিচ্ছেন, তা দেশের ক্রিকেটে তাকে আলাদা জায়গায় বসিয়েছে।
advertisement
1/5

বিহারের কিশোর ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী ঘরোয়া ক্রিকেটে আবারও দৃষ্টি কাড়লেন। মাত্র ১৪ বছর বয়সে যে পরিণত ও আক্রমণাত্মক ব্যাটিং তিনি উপহার দিচ্ছেন, তা দেশের ক্রিকেটে তাকে আলাদা জায়গায় বসিয়েছে।
advertisement
2/5
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চণ্ডীগড়ের বিপক্ষে ইডেন গার্ডেন্সে নামতেই রাজস্থান রয়্যালসের সতীর্থ সন্দীপ শর্মাকে দু’টি ছক্কা মেরে চাপে ফেলেছিলেন তিনি। তবে ইনিংস বেশিদূর এগোয়নি—চতুর্থ বলেই এলবিডব্লিউ হয়ে তার ছোট্ট ঝড় থামে ৩৫০ স্ট্রাইক রেটে।
advertisement
3/5
বিহার দল যে তাকে আরআর–এর মতো নিজের খেলায় স্বাধীনতা দিচ্ছে, তা স্পষ্ট। এত অল্প বয়সে কারও কাছ থেকেই ধারাবাহিক বড় স্কোর আশা করা ঠিক নয়; বরং সূর্যবংশীর জন্য এখন গুরুত্বপূর্ণ আক্রমণ ও সংযমের সঠিক মিশ্রণ শেখা। আর সেই শিক্ষার পথে তিনি যে দ্রুত এগোচ্ছেন, সাম্প্রতিক ফর্ম তার প্রমাণ।
advertisement
4/5
তার শেষ দশ ম্যাচে রয়েছে ভারতের অনূর্ধ্ব–১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি, রনজি ট্রফিতে বিহারের হয়ে ৯৩ এবং রাইজিং স্টারস এশিয়া কাপে ভারতের ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ঝলমলে ১৪৪। ধারাবাহিক এমন পারফরম্যান্সই তাকে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে।
advertisement
5/5
এই প্রতিভার ছন্দ দেখে সেমিফাইনালে তাকে পাওয়ারপ্লেতে নামানো হয়নি বলেই সমালোচনা ওঠে। সুপার ওভারে ইনফর্ম সূর্যবংশীকে না পাঠানো নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। প্রতিযোগিতার দ্বিতীয় ও ভারতের সর্বোচ্চ স্কোরার ছিলেন বৈভব।