U19 World Cup 2026: বিশ্বকাপে বৈভব ঝড়! ভারতের দাপটে ১৩ ওভারেই খড়কুটোর মতো উড়ে গেল নিউজিল্যান্ড
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
U19 World Cup 2026: ছোটদের একদিনের বিশ্বকাপে বৈভব সূর্যবংশীর ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড। এই ম্যাচে ভাল ব্যাট করেন আয়ুষ এবং বৈভব।
advertisement
1/5

ছোটদের একদিনের বিশ্বকাপে বৈভব সূর্যবংশীর ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ৫০ ওভারের বদলে ৩৭ ওভারে স্থির করা হয়েছিল। প্রথমে ব্যাট করে ১৩৫ রানেই সব উইকেট পড়ে যায় কিউয়িদের।
advertisement
2/5
ভারতের হয়ে ৪টি উইকেট নেন অম্বরিশ, ৩টি উইকেট নেন হেনিল প্যাটেল। ভারতের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল ৩৭ ওভারে ১৩০। তবে বৈভব সূর্যবংশী এবং অধিনায়ক আয়ুষ মাত্রের দাপটে মাত্র ১৩.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
advertisement
3/5
ভারতের হয়ে ২৩ বলে ৪০ রান করেন বৈভব সূর্যবংশী, তাঁর ইনিংস সাজানো ছিল ২টি ছক্কা এবং ৩টি ছক্কা দিয়ে।
advertisement
4/5
বৈভব ছাড়াও ভারতের হয়ে ঝড় তোলেন অধিনায়ক আয়ুষ মাত্রেও। ২৭ বলে ৫৩ করেন আয়ুষ, এর মধ্যেই ৬টি ছক্কা এবং ২টি চার মারেন আয়ুষ।
advertisement
5/5
এই জয়ের সুবাদে ভারত ২ ম্যাচ খেলে দুটিই জিতে বিশ্বকাপের সুপার সিক্স পর্বের দ্বিতীয় গ্রুপের শীর্ষে। এই বিশ্বকাপে একাধিক ম্যাচে ভাল খেলেছেন বৈভব, তবে এখনও বেশ কিছু ম্যাচ বাকি।