আইপিএল থেকে ছিটকে যাবে 'এই' দল! প্লে-অফের আগে বিদায়! বিরাট সম্ভাবনা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl 2024 Mumbai Indians: এই মুহূর্তে মুম্বইয়ের আইপিএল প্লে-অফে ওঠার রাস্তা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর একটি ম্যাচে হারলেই তাঁদের রাস্তা আরও কঠিন হয়ে যেতে পারে। আইপিএল ২০২৪-এ পর পর তিনটে ম্যাচ হেরেছে তারা।
advertisement
1/7

আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন দল। তবে এবার তাদের ক্যাপ্টেন বদল হয়েছে। আর তার পরই মুখ থুবড়ে পড়েছে সেই দল।
advertisement
2/7
আইপিএল ২০২৪-এ তিনটে ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর তিনটে ম্যাচেই হেরেছে তারা। ফলে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। শোনা যাচ্ছে, তাঁকে সরিয়ে নাকি রোহিত শর্মাকে ক্যাপ্টেন হিসেবে ফিরিয়ে আনতে পারে মুম্বই ম্যানেজমেন্ট।
advertisement
3/7
টিম ম্যানেজমেন্টের একাংশ হার্দিকের ক্যাপ্টেন্সিতে খুশি নয়। সূত্র মারফত এমন খবরও জানা যাচ্ছে। কারণ একাধিক ম্যাচে পরিস্থিতি অনুযায়ী তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন কর্তারা।
advertisement
4/7
এই মুহূর্তে মুম্বইয়ের আইপিএল প্লে-অফে ওঠার রাস্তা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর একটি ম্যাচে হারলেই তাঁদের রাস্তা আরও কঠিন হয়ে যেতে পারে।
advertisement
5/7
তার উপর আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রানের রেকর্ড হয়েছে মুম্বইয়ের বিরুদ্ধে। হায়দরাবাদ হার্দিকের দলের বিরুদ্ধে ২৭৭ রানের রেকর্ড করেছিল।
advertisement
6/7
প্রথম ম্যাচে মুম্বই হারে গুজরাতের বিরুদ্ধে। পরের ম্যাচে মুম্বইকে হারায় হায়দরাবাদ। তৃতীয় ম্যাচেও রাজস্থানের কাছে হারে হার্দিকের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
7/7
আইপিএলের মাঝে এর আগেও কিন্তু ক্যাপ্টেন বদল হয়েছে দুই দলে। কেকেআর দীনেশ কার্তিককে সরিয়ে ক্যাপ্টেন করেছিল ইয়ন মরগ্যানকে। হায়দরাবাদ ডেভিড ওয়ার্নারকে সরিয়ে দায়িত্ব দিয়েছিল কেন উইলিয়ামসনকে।