TRENDING:

KKR : কেকেআরে এবার মহাতারকা কোচ! নাইটরা দিতে পারে বিরাট চমক! কলকাতার 'টার্গেট' কিংবদন্তি ক্রিকেটার

Last Updated:
Rahul Dravid- এরই মধ্যে রাহুল দ্রাবিড়ের নাম ভেসে উঠল কেকেআর কোচ হিসেবে। শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স এবার দ্রাবিড়কে কোচ হিসেবে পেতে ঝাঁপিয়ে পড়তে পারে।
advertisement
1/6
কেকেআরে এবার মহাতারকা কোচ! নাইটরা দিতে পারে বিরাট চমক! 'টার্গেট' কিংবদন্তি ক্রিকে
রাজস্থান রয়্যালস শনিবার জানিয়েছে, রাহুল দ্রাবিড় প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজির এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক কাঠামোগত পর্যালোচনার আওতায় ফ্র্যাঞ্চাইজি দ্রাবিড়কে বড় দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও দলের হেড কোচ সেই দায়িত্ব নিতে রাজি হননি।
advertisement
2/6
ভারতীয় ক্রিকেট দল তাঁর কোচিংয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। রাহুল দ্রাবিড় এর পর আইপিএল ২০২৫-এর আগে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে যুক্ত হন। রিপোর্ট অনুযায়ী, তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছিল। কিন্তু হঠাৎ করেই তিনি পদত্যাগ করেন। দ্রাবিড়ের হঠাৎ ইস্তফার কারণে অনেক জল্পনা-কল্পনা চলছে।
advertisement
3/6
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, রাহুল দ্রাবিড় হঠাৎ করে ফ্র্যাঞ্চাইজি ছাড়েননি। আইপিএল ২০২৫-এর পরে তাঁর এবং ফ্র্যাঞ্চাইজির মালিকদের মধ্যে লন্ডনে একটি বৈঠক হয়। রিপোর্ট অনুযায়ী, জুলাই মাস থেকেই দ্রাবিড় ও রয়্যালস ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা চলছিল। ধারণা করা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজির মালিক মনোজ বদালে, যিনি দ্রাবিড়কে রাখার পক্ষপাতী ছিলেন, তাঁকে একটি অন্য ভূমিকার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু দ্রাবিড় সেই প্রস্তাব গ্রহণ করেননি।
advertisement
4/6
এরই মধ্যে রাহুল দ্রাবিড়ের নাম ভেসে উঠল কেকেআর কোচ হিসেবে। শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স এবার দ্রাবিড়কে কোচ হিসেবে পেতে ঝাঁপিয়ে পড়তে পারে।
advertisement
5/6
কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর এখন CPL-এর জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রয়েছেন। তিনি ফিরলে দ্রাবিড়ের সঙ্গে আলোচনা হতে পারে বলে খবর। তবে রাহুল দ্রাবিড় রাজি হবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ অনেকে মনে করছেন, দ্রাবিড় আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাবেন।
advertisement
6/6
NCA, ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল, সিনিয়র ক্রিকেট দলের পর রাজস্থান রয়্যালসকে কোচিং করিয়েছেন দ্রাবিড়। ফলে একটানা কাজের পর এবার তিনি বিরতি নিতে চাইলে অবাক হওয়ার কিছু থাকবে না।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR : কেকেআরে এবার মহাতারকা কোচ! নাইটরা দিতে পারে বিরাট চমক! কলকাতার 'টার্গেট' কিংবদন্তি ক্রিকেটার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল