TRENDING:

T20 World Cup 2024: বদলে গেল হিসেব? টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ভারতের ৩ প্রতিপক্ষ কারা? রয়েছে বড় চমক

Last Updated:
3 Opponents of Team India In Super Eight Round Of ICC T20 World Cup 2024: ভারতীয় দল লিগ পর্বের ৩ ম্যাচে আয়ারল্যান্ড, পাকিস্তান, আমেরিকাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে সুপার এইটের টিকিট পাকা করে। এবার জানা গেল শেষ আটে ভারতের প্রতিপক্ষ কোন ৩ দেশ।
advertisement
1/7
বদলে গেল হিসেব?টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ভারতের ৩ প্রতিপক্ষ কারা?রয়েছে বড় চমক
দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এসেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর গ্রুপ পর্বের খেলা। ইতিমধ্যেই কোনও ৮ দল পরের রাউন্ড মানে সুপার এইটে যাচ্ছে সেই চিত্রটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে।
advertisement
2/7
ভারতীয় দল লিগ পর্বের ৩ ম্যাচে আয়ারল্যান্ড, পাকিস্তান, আমেরিকাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে সুপার এইটের টিকিট পাকা করে। শেষ ম্যাচ কানাডার বিরুদ্ধে বৃষ্টির কারণে ভেস্তে যায়। ৭ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পৌছেছে রোহিত শর্মা ব্রিগেড।
advertisement
3/7
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যে আটটি দল গ্রুপ পর্বের বাধা টপকে সুপার এইটে পৌছেছে তাদের আবার ৪টি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। সেখানে সকলেই একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রতি দল ৩টি করে ম্যাচ পাবে।
advertisement
4/7
ভারতীয় দল কোন ৩ দেশের বিরুদ্ধে খেলবে তা জানার জন্য কৌতুহল রয়েছে টিম ইন্ডিয়ার বিশ্বজুড়ে ফ্যানেদের মধ্যে। বর্তমানে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিরা সুপার এইটে কাদের বিরুদ্ধে খেলবে।
advertisement
5/7
সূচি অনুযায়ী, টিম ইন্ডিয়া সুপার এইট রাউন্ডে তাদের প্রথম ম্যাচ খেলবে প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিরুদ্ধে। ২০ জুন ভারতীয় সময় রাত আটটার সময় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসের ওভালে।
advertisement
6/7
২২ জুন সুপার এইট রাউন্ডের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতীয় দল। পয়েন্ট টেবিলের অঙ্ক যা বলছে বাংলাদেশ বা নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। তবে বাংলাদেশকে ধরে রাখা যেতে পারে। কারণ শাকিবদের শেষ ম্যাচ নেপালের বিরুদ্ধে। সেই ম্যাচ বাংলাদেশ জিতবে তা ধরে নেওয়া যায়। আর নেদারল্যান্ডসকে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারাতে হবে ও অপরদিকে বাংলাদেশ হারলে একটি আশা রয়েছে তাদের জন্য। তবে তা খুবই ক্ষীণ ও অঙ্কের বিচারে একপ্রকার অসম্ভব।
advertisement
7/7
২৪ তারিখ ভারতীয় দল সুপার এইট রাউন্ডের শেষ ম্যাচ খেলবে। ওই ম্যাচটি হবে ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইলেট, সেন্ট লুসিয়াতে। সুপার এইটের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
বাংলা খবর/ছবি/খেলা/
T20 World Cup 2024: বদলে গেল হিসেব? টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ভারতের ৩ প্রতিপক্ষ কারা? রয়েছে বড় চমক
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল