Rohit Sharma: অবসর নিতে চলেছেন রোহিত শর্মা? ভারতীয় ক্রিকেটে যুগ পরিবর্তন! শুরু জোর জল্পনা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma May Announce Retirement From T20 Cricket: ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের পর মাঠেই চূড়ান্ত হতাশ দেখিয়েছিল টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হিটম্যান। এরই মধ্যে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
advertisement
1/8

ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের পর মাঠেই চূড়ান্ত হতাশ দেখিয়েছিল টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হিটম্যান। এরই মধ্যে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
advertisement
2/8
শোনা যাচ্ছে শীঘ্রই নাকি অবসর নিতে চলেছেন রোহিত শর্মা। টেস্ট ও ওডিআই ক্রিকেট খেললেও শুধু টি-২০ ক্রিকেট থেকে নাকি সরে দাঁড়াতে পারেন রোহিত। বিসিসিআই সূত্রে এমন খবর সামনে আসার পর আলোড়ন তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটে।
advertisement
3/8
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, এবারের ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে বৈঠকে বসেছিলেন রোহিত। তিনি নিজেই টি-২০ ফর্ম্যাট থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন।
advertisement
4/8
এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের ওই কর্তা জানিয়েছেন, জাতীয় দলের হয়ে শুধু টেস্ট, ওডিআই ফর্ম্যাটে খেলা চালিয়ে যেতে চান রোহিত। তিনি আরও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান। সেই কারণেই টি-২০ ফর্ম্যাটের ধকল নিতে চাইছেন না।
advertisement
5/8
রোহিত শর্মার টি-২০ থেকে অবসরের জল্পনা আরও মাত্রা পেয়েছে কারণ, ২০২২ টি-২০ বিশ্বকাপের পর থেকেই আর কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেননি রোহিত শর্মা। ফলে আগামি বছর টি-২০ বিশ্বকাপে ফের রোহিত খেলবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।
advertisement
6/8
রোহিত শর্মার টি-২০ থেকে অবসরের জল্পনা সামনে আসতেই পরবর্তী অধিনায়ক কে হতে পারে তা নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে। আগামি বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ।
advertisement
7/8
রোহিতের অবসরের জল্পনা সত্য়ি হলে টি-২০ ফর্ম্যাটে পুরো সময়ের জন্য নতুন অধিনায়ক পেতে চলেছে ভারতীয় দল। যদিও এই নিয়ে রোহিত কোথাও কোনও মন্তব্য করেননি। ফলে পুরোটাই জল্পনাতেই রয়েছে।
advertisement
8/8
প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে ১৪৮টি টি-২০ ম্যাচ খেলেছেন রোহিত। তাঁর মোট রান ৩,৮৫৩ এবং স্ট্রাইক রেট প্রায় ১৪০। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৪টি শতরান করেছেন রোহিত। তাঁর অর্ধশতরানের সংখ্যা ২৯। সর্বাধিক স্কোর ১১৮।