IPL 2023: এবারের আইপিএলে এরাই সব থেকে 'বুড়ো' ক্রিকেটার, প্রথম পাঁচে ৩ জন ভারতীয়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023: ৩১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৬তম মরসুম। ফের একবার হাড্ডাহাড্ডি টি-২০ ক্রিকেটের আনন্দে মাততে প্রস্তুত গোটা দেশ থেকে বিশ্ব। তার আগে দেখে নিন প্রতিযোগিতায় এবার সবথেকে বয়স্ক ৫ ক্রিকেটার কারা।
advertisement
1/5

আইপিএল ২০২৩-এ সবথেকে বুড়ো ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ৪ বারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ও সকলের প্রিয় এমএস ধোনি। এখনও পর্যন্ত ২৩৪টি আইপিএল ম্যাচ খেলেছেন ধোনি। তাঁর বয়স ৪১ বছর ২৬৭ দিন।
advertisement
2/5
বুড়ো ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র। বর্তমানে তিনি লখনউ সুপার জায়ান্টস দলে খেলছেন। আইপিএলে একাধিক দলের হয়ে খেলেছেন। মোট ম্যাচ ১৫৪। অমিক মিশ্রর বয়স ৪০ বছর ১৩১ দিন।
advertisement
3/5
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বর্তমান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডুপ্লেসি। এর আগে খেলতেন সিএসকে-তে। আইপিএলে এখনও পর্যন্ত ১১৬টি ম্যাচ খেলেছেন ফাফ ডুপ্লেসি। তাঁর বয়স ৩৮ বছর ১৪৮ দিন।
advertisement
4/5
গুজরাট জায়ান্টসের ঋদ্ধিমান সাহা এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। এর আগে আইপিএলে একাধিক দলের হয়ে খেলেছেন তিনি। মোট ১৪৪টি আইপিএল ম্যাচ খেলেছেন বাংলার ছেলে। বর্তমানে তার বয়স ৩৮ বছর ৪৫ দিন।
advertisement
5/5
ই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কেকেকেআরের ডেভিড উইসে। ২০২২ সালে নামিবিয়ার এই ক্রিকেটারকে দলে নেয় নাইটরা। আইপিএলে এর আগে অন্যান্য দলের হয়ে মোট ১৫টি ম্যাচ খেলেছেন তিনি। তার বর্তমান বয়স বয়স ৩৭ বছর ২০৪ দিন।