TRENDING:

কোন ফ্র্য়াঞ্চাইজি বেশি শক্তিশালী, নিলামের পর কেমন হল আইপিএল ২০২৩-এর ১০টি দল

Last Updated:
কোচিতে হয়ে গেল আইপিএল ২০২৩-এর মিনি নিলাম পর্ব। ১০টি দল তাদের স্কোয়াড গুছিয়ে নিল। নতুন মরসুম শুরুর আগে এক ঝলকে দেখে নিন কেমন হল আইপিএলের ১০টি দল।
advertisement
1/10
কোন ফ্র্য়াঞ্চাইজি বেশি শক্তিশালী, নিলামের পর কেমন হল আইপিএল ২০২৩-এর ১০টি দল
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা, টিম ডেভিড, রমন দ্বীপ সিং, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান, কিস্টিয়ান স্টাবস, ডিওয়াল্ড ব্রেভিস, জফরা আর্চার, জসপ্রিত বুমরাহ, অর্জুন টেন্ডুলকার, আরশাদ খান, কুমার কার্তিকে, ঋত্বিক শোকিন, জেসন বেহেনড্রফ, আকাশ মাদওয়াল, ক্যামেরন গ্রিন, ঝাই রিচার্ডসন, পিযুষ চাওলা, দুয়ান জেনসেন, বিষ্ণু বিনোদ, মেহাল ওয়াধেরা, রাঘব গোয়াল।
advertisement
2/10
চেন্নাই সুপার কিংস- এমএস ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়ার, আম্বাতি রাইডু, শুভ্রানসু সেনাপতি, মইন আলি, শিভব দুবে, রাজবর্ধন হাঙ্গারেকার, ডোয়াইট প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, সিমারজিত সিং, দীপক চাহার, প্রশান্ত সোলাঙ্কি, মাহিশ থিকশানা, আজিঙ্কা রাহানে, বেন স্টোকস, শেখ রাশিদ, নিশান্ত সিন্ধু, কাইল জেমিসন, ভগত ভার্মা।
advertisement
3/10
কলকাতা নাইট রাইডার্স- শ্রেয়স আইয়ার, নিতীশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং, নারায়ন জগদিশান, ভৈবব অরোরা, ডেভিড ভিসে, কুলওয়ান্ত খেজরালিয়া, মনদীপ সিং, লিটন দাস, সাকিব আল হাসান।
advertisement
4/10
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর- ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্ডু হাসারাঙ্গা, জস হ্যাজেলউড, ফিন অ্যালেন, ডেভিড উইলি, সুহাশ প্রভুদেশাই, রজত পাতিদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, শাহবাজ আহমেদ, হার্শাল প্যাটেল, কর্ন শর্মা, মাহিপাল লোমর, মহম্মদ সিরাজ, সিদ্ধার্থ কৌল, আকাশ দীপ, রিস টপলি, হিমাংশু শর্মা, উইল জ্যাকস, মনোজ বান্দাজে, রাজন কুমার, অভিনাশ সিং।
advertisement
5/10
দিল্লি ক্যাপিটালস- মুস্তাফিজুর রহমান, ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ধুল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, আনরিখ নকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খালিল আহমেদ, লুঙ্গি এনগিডি, আমান খান, কুলদীপ যাদব, প্রবীন দুবে, ভিকি ওস্তওয়াল, ফিল সল্ট, ইশান্ত শর্মা, মুকেশ কুমার, মনিশ পান্ডে, রাইলি রুশো।
advertisement
6/10
সানরাইজার্স হায়দরাবাদ- আবদুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মার্কো জেনসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি, কার্তিক ত্যাগি, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক, হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগারওয়াল, হেনরিখ ক্লাসেন, আদিল রশিদ, মায়াঙ্ক মারকান্দে, ভিভরান্ত শর্মা, সামার্থ ভায়াস, সানভির সিং, উপেন্দ্র যাদব, মায়াঙ্ক দাগার, নীতিশ কুমার রেড্ডি, আনমলপ্রীত সিং, আকিল হোসাইন।
advertisement
7/10
গুজরাট টাইটান্স- হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, সাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, রাশিদ খান, রাহুল তেওয়াটিয়া, বিজয় শঙ্কর, মহম্মদ শামি, আলজারি জোসেফ, ইয়াশ দয়াল, প্রদীপ সংাওয়ান, দর্শন নালকান্ডে, জয়ন্ত যাদব, সাই কিশোর, নুর আহমেদ, কেন উইলিয়ামসন, ওডিয়ান স্মিথ, কেএস ভরত, শিবম মাভি, উরভিল প্যাটেল, জশুয়া লিটল, মহিত শর্মা।
advertisement
8/10
পাঞ্জাব কিংস- শাহরুখ খান, জনি বেয়ারস্টো, শিখর ধাওয়ান, প্রাভসিমরান সিং, ভানুকা রাজাপাকশে, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ভ টেইড, আর্শদীপ সিং, বালতেজ সিং, নাথান এলিস, কাগিসো রাবাদা, রাহুল চাহার, হারপ্রীত ব্রার, স্যাম কারান, সিকান্দার রাজা, হারপ্রিত ভাটিয়া, ভি কাভারেপ্পা, মহিত রাঠে, শিভাম সিং।
advertisement
9/10
লখনউ সুপার জায়ান্টস- কেএল রাহুল, আয়ূস বাদোনি, কর্ন শর্মা, মানান বোহরা, কুইন্টন ডি কক, মার্কাস স্টইনিস, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, কাইল মেয়ার্স, ক্রুনাল পান্ডিয়া, আভেষ খান, মহসিন খান, মার্ক উড, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণই, নিকোলাস পুরান, জয়দেব উনাদকাট, ইয়াশ ঠাকুর, রোমারিও শেফার্ড, ড্যানিয়েল স্যামস, প্রেরাক মানকাড, নাভিন উল হক, স্বপ্নীল সিং, জুধির চারাক।
advertisement
10/10
রাজস্থান রয়্যালস- সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, শেমরন হেটমায়ার, দেবদূত পাড়িকল, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট, ওবেড ম্যাকয়, নবদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কেসি কারিয়াপ্পা, অ্যাডাম জাম্পা, জেসন হোল্ডার, দনোভান ফেরেইরা, কুনাল রাঠোর, কেএম আসিফ, মুরুগান অশ্বিন, আকাশ ভাসিথ, আব্দুল পিএ, জো রুট।
বাংলা খবর/ছবি/খেলা/
কোন ফ্র্য়াঞ্চাইজি বেশি শক্তিশালী, নিলামের পর কেমন হল আইপিএল ২০২৩-এর ১০টি দল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল