India vs Pakistan: এরপর ভারত বনাম পাকিস্তান ম্যাচ কোথায় হবে? টি-২০ বিশ্বকাপের মাঝেই মিলল তথ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Pakistan: টি-২০ বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে সপ্তমবার হারের স্বাদ দিল পাকিস্তান। এই জয়ের রেশ কাটতে না কাটতে না কাটতেই পরের ভারত বনাম পাকিস্তান কোথায় হবে জানা গেল সেই তথ্য।
advertisement
1/5

আইসিসির ইভেন্ট ছাড়া সাক্ষাত হয় না দুই চিরপ্রতিদ্বন্দ্বি প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের। রবিবার টি-২০ বিশ্বকাপের মেগা ফাইটে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ১১৯ রান ডিফেন্ড করে ৬ রানে জেতে ভারত।
advertisement
2/5
টি-২০ বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে সপ্তমবার হারের স্বাদ দিল পাকিস্তান। এই জয়ের রেশ কাটতে না কাটতে না কাটতেই পরের ভারত বনাম পাকিস্তান কোথায় হবে জানা গেল সেই তথ্য।
advertisement
3/5
২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। পরের বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বা মিনি বিশ্বকাপ। এই প্রতিযোগিতাতেই আরও একবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
advertisement
4/5
প্রতিযোগিতার সূচি এখও চূড়ান্ত না হলেও ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির যে খসড়া সূচি তৈরি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে জমা দিয়েছে। সেখানে জানানো হয়েছে লাহোরে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ।
advertisement
5/5
তবে, ভারতীয় দল পাকিস্তানে চ্যাম্পিয়ন্, ট্রফি খেলতে যাবে কিনা তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখনও পর্যন্ত বিসিসিই রাজি নয় দল পাঠাতে। একান্ত না গেলে তখন গত এশিয়া কাপের মত হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।