TRENDING:

দেখার মতো সুন্দরী আন্দ্রে রাসেলের স্ত্রী, এই সুপারমডেল-এর ফ্যান খোদ শাহরুখ খান

Last Updated:
Andre Russell Wife Jassym Lora: আন্দ্রে রাসেলের স্ত্রী ইনি। দেখার মতো সুন্দরী। পেশায় সুপারমডেল। যে কোনও পরিস্থিতিতে জেসিম লরা স্বামীর পাশে থাকেন। এমনকী স্বামীর জন্য নেটিজেনদের কড়া ভাষায় জবাবও দেন তিনি।
advertisement
1/8
দেখার মতো সুন্দরী আন্দ্রে রাসেলের স্ত্রী, এই সুপারমডেল-এর ফ্যান খোদ শাহরুখ খান
২৫ বলে ৬৪ রান। আইপিএল ২০২৪-এর শুরুতেই ঝড় তুলেছিলেন কেকেআর-এর আন্দ্রে রাসেল। একটা সময় রাসেল বলেছিলেন, তিনি যে কোনও ম্যাচে ভাল পারফর্ম করে তাঁর স্ত্রীর মন ভাল করে দিতে চান।
advertisement
2/8
আন্দ্রে রাসেলের স্ত্রী ইনি। নাম জেসিম লরা। মিয়ামির সুপারমডেল তিনি। অনেকেই হয়তো চেনেন না।
advertisement
3/8
জেসিম ও লরা দীর্ঘদিন ধরে পরস্পরকে চেনেন। ২০১৬ সালে তাঁরা বিয়ে করেন। বিয়ের ৪ বছর পর কন্যাসন্তানের মা-বাবা হন জেসিম ও রাসেল।
advertisement
4/8
রাসেলকে সমর্থন জোগানের জন্য জেসিম খুব যে মাঠে আসেন তা কিন্তু নয়। তবে যেদিন আসেন স্বামীর জন্য সবটা উজাড় করে সমর্থন জোগান জেসিম। তবে এখন তাঁকে খুবই কম দেখা যায় ক্রিকেট মাঠে।
advertisement
5/8
যে কোনও পরিস্থিতিতে জেসিম স্বামীর পাশে থাকেন। এমনকী রাসেলের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ভক্তদেরকেও কড়া ভাষায় জবাব দেন।
advertisement
6/8
রাসেলের প্রতি তাঁর সমর্থন দেখে একবার শাহরুখ খানও বলেছিলেন, তিনি জেসিমের ফ্যান।
advertisement
7/8
পেশায় সুপারমডেল জেসিম। তবে মেয়ে আলিয়া জীবনে আসার পর থেকে কাজ থেকে কিছুটা দূরে থাকেন জেসিম। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রচুর ফলোয়ার।
advertisement
8/8
আন্দ্রে রাসেল প্রায় ১০ বছর ধরে খেলছেন কেকেআরে। বরাবর তিনি ধামাকা পারফরম্যান্স করে এসেছেন। আর জেসিম মাঠে থাকুন বা না থাকুন, স্বামীকে সমর্থম করেছেন যে কোনও পরিস্থিতিতে।
বাংলা খবর/ছবি/খেলা/
দেখার মতো সুন্দরী আন্দ্রে রাসেলের স্ত্রী, এই সুপারমডেল-এর ফ্যান খোদ শাহরুখ খান
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল