Sourav Ganguly: স্ত্রী-মেয়ে না থাকলে একা ঘরে কোন ভিডিও দেখেন সৌরভ? নিজেই জানালেন সেই 'অনুভূতির' কথা
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট ছেড়েছেন দেড় দশক হয়ে গিয়েছে। কিন্তু তাঁর জনপ্রিয়তায় এতটুকু খামতি পড়েনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অজানা দিকের কথা তুলে ধরেছেন সৌরভ।
advertisement
1/5

সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট ছেড়েছেন দেড় দশক হয়ে গিয়েছে। কিন্তু তাঁর জনপ্রিয়তায় এতটুকু খামতি পড়েনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অজানা দিকের কথা তুলে ধরেছেন সৌরভ।
advertisement
2/5
স্ত্রী-মেয়ে না থাকলে ও বা একান্তে কোনও সময় ঘরে কোন ভিডিও দেখেন তা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় একইসঙ্গে সেই সকল ভিডিও দেখে তার কী অনুভূতি হয় তাও জানিয়েছেন সৌরভ।
advertisement
3/5
আসলে একা ঘরে নিজের কেরিয়ারের নানা ম্যাচের ভিডিও দেখে থাকেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে যে সকল ম্যাচে সেঞ্চুরি মিস করেছেন, ৭০ থেকে ৯০-এর ঘরে আউট হয়েছেন, তার জন্য আক্ষেপ হয় সৌরভের।
advertisement
4/5
ওই সাক্ষাৎকারে সৌর গঙ্গোপাধ্যায় বলেন, “যখন আমার স্ত্রী বাড়িতে থাকে না কারণ সানা লন্ডনে থাকে। আমি একা থাকলে মাঝে মাঝে ইউটিউবে নিজের ব্যাটিং দেখি। তখন ভাবি, এখানেও তো ৭০-এ আউট হয়ে গেছি, শতরান হওয়া উচিত ছিল। প্রায় ৩০টি শতরান আরও হতে পারত। এই আক্ষেপটা থেকে যায়।”
advertisement
5/5
সৌরভ গঙ্গোপাধ্যায় স্বীকার করেন, তার সহজাত প্রতিভা ও স্টাইল থাকা সত্ত্বেও বড় ইনিংস না গড়তে পারার যন্ত্রণা তাকে এখনও তাড়িয়ে বেড়ায়। ওয়ানডেতে তার ছিল ৭২টি এবং টেস্টে ৩৫টি হাফ-সেঞ্চুরি। এই পরিসংখ্যানই ইঙ্গিত দেয়, আরও অনেক ইনিংস তিন অঙ্ক ছুঁতে পারত।