সকলে তুলোধনা করছেন গম্ভীরকে! এবার মুখ খুললেন সৌরভ, ভারতীয় কোচকে বলে দিলেন বড় কথা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly Reaction On Gautam Gambhir: ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আড়াই দিনে টেস্টহারের পর সমালোচনার বাণে বিদ্ধ ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।
advertisement
1/7

ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আড়াই দিনে টেস্টহারের পর সমালোচনার বাণে বিদ্ধ ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। টার্নিং ট্র্যাক চেয়ে তাতে তার দলে নাকানি চোবানি খাওয়ায় ক্ষিপ্ত প্রাক্তন ক্রিকেটাররা।
advertisement
2/7
গম্ভীরের ইচ্ছে মতম ম্যাচ শুরু আগের ৪ দিন উইকেটে জল দেওয়া হয়নি। এই কথা খোদ জানিয়েছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও ম্যাচ হারের জন্য পিচকে দায়ী করতে নারাজ গম্ভীর।
advertisement
3/7
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেছেন,"আমরা ঠিক এই ধরণের পিচই চেয়েছিলাম এবং তাই পেয়েছি। এখানকার কিউরেটর খুবই সহায়ক ছিলেন। আমি মনে করি না এটি কঠিন উইকেট। এটা এমন একটি উইকেট যা আপনার মানসিক দৃঢ়তা যাচাই করে, কারণ যারা ভালো ডিফেন্স নিয়ে খেলেছে তারাই রান করেছে।"
advertisement
4/7
গম্ভীরের এহেন মন্তব্য বিতর্ক আরও বাড়িয়েছে। সমালোতনা করেছেন অনিল কুম্বলে, ডেইল স্টেইনের মতো প্রাক্তন তারকারা। এবার ম্যাচ শেষে গৌতম গম্ভীরকে নিয়ে প্রতিক্রিয়া দিলন সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
5/7
‘এনডিটিভি’-কে দেওয়া প্রতিক্রিয়ায় সৌরভ বলেন, “ভাল পিচে খেলা উচিত। আশা করি গম্ভীর এ বার বাকিদের কথা শুনতে পাবে, শিক্ষা নেবে। ম্যাচের আগে পিচ নিয়ে ভাবাই উচিত নয় আর। কারণ ব্যাটারেরা যদি ৩৫০-৪০০ রান তুলতে না পারে, তা হলে কোনও দিন টেস্ট জিততে পারবে না।"
advertisement
6/7
এছাড়াও সৌরভ বলেন,"মনে রাখতে হবে, এই কারণেই ওরা ইংল্যান্ডে জিতেছিল। কারণ ওর দলের ব্যাটারেরা স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে পেরেছিল। অবশ্যই ভারতের উচিত ভাল পিচে খেলা। গম্ভীরের উচিত নিজের দলের উপর ভরসা রাখা এবং তিন দিনে নয়, পাঁচ দিনে টেস্ট জেতা।"
advertisement
7/7
প্রয়োজনে ভারতীয় কোচকে পরামর্শ দিতেও রাজি বলে জানিয়েছেন সৌরভ। সিএবি সভাপতি বলেছেন, “ওর জন্য আমার অনেক সময় রয়েছে। ওকে সমীহ করি। ওর মধ্যে লড়াকু মানসিকতা রয়েছে। তবে ওকে ভাল পিচে খেলতে হবে।"