TRENDING:

Richa Ghosh: ভারতীয় দলের পরবর্তী ক্যাপ্টেন হবে বাঙালি! সৌরভের বিরাট ভবিষ্যদ্বাণী, যে নামটা নিলেন, শুনলে অবাক হয়ে যাবেন

Last Updated:
Sourav Ganguly On Richa Ghosh: ওই অনুষ্ঠানে সৌরভ একটি বড়সড় ইঙ্গিত দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন, ভারতীয় মহিলা ক্রিকেট দলের পরবর্তী ক্যাপ্টেন কে হতে পারে! সৌরভের ইঙ্গিত যা তাতে বলা চলে, ভারতের মহিলা ক্রিকেট দলের পরবর্তী অধিনায়ক হতে পারেন এক বাঙালি।
advertisement
1/6
ভারতীয় দলের পরবর্তী ক্যাপ্টেন হবে বাঙালি! সৌরভের এবার বিরাট ভবিষ্যদ্বাণী
লোকে বলে, তাঁর জহুরির চোখ! তিনি ভবিষ্যতের তারকাকে আগেভাগে চিনে নিতে পারেন। সম্প্রতি মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ভারতীয় দল। বাংলার মেয়ে রিচা ঘোষকে সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
2/6
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা। তিনি উত্তরবঙ্গের মেয়ে। সংবর্ধনা অনুষ্ঠানে রিচাকে প্রশংসায় ভরিয়ে দেন সৌরভ।
advertisement
3/6
ওই অনুষ্ঠানে সৌরভ একটি বড়সড় ইঙ্গিত দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন, ভারতীয় মহিলা ক্রিকেট দলের পরবর্তী ক্যাপ্টেন কে হতে পারে! সৌরভের ইঙ্গিত যা তাতে বলা চলে, ভারতের মহিলা ক্রিকেট দলের পরবর্তী অধিনায়ক হতে পারেন এক বাঙালি।
advertisement
4/6
সৌরভ সেদিন রিচার উদ্দেশে বলেন, 'তোমার কেরিয়ার সবে শুরু। আগামী ৪-৬ বছরে মহিলাদের ক্রিকেট আরও উন্নতি করবে। আরও অনেক নতুন নতুন সুযোগ আসবে। আমার আশা, সেই প্রত্যেকটা সুযোগই তুমি কাজে লাগাতে পারবে। আর একদিন ঝুলনের মতো আমরা বলতে পারব, রিচা - ভারতের অধিনায়ক। তোমার বয়স এখন একেবারেই অল্প। ২২ কী ২৩ হবে। এখনও তোমার কাছে অনেক সুযোগ রয়েছে। আমার আশীর্বাদ এবং আন্তরিক শুভেচ্ছা রইল তোমার জন্য।'
advertisement
5/6
এরই মধ্যে আরও একটি কথা বলে রাখা দরকার। ভারতীয় মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী ইতিমধ্যে হরমনপ্রীত কৌরকে ভারতের ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে হরমনপ্রীতকে এখনই অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। ক্যাপ্টেনের দায়িত্ব তুলে দেওয়া উচিত স্মৃতি মান্ধানার হাতে। এমন কথা নিয়ে বিস্তর জলঘোলাও হয়।
advertisement
6/6
শান্তা রঙ্গস্বামী সেই সাক্ষাৎকারে বলেন, 'ব্যাটার এবং ফিল্ডার হিসেবে হরমন অসাধারণ। তবে ক্যাপ্টেন হিসেবে ও কয়েকবার ভুল সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয়, অধিনায়কত্বের বোঝা তুলে নিলে হয়ত ও ভারতীয় ক্রিকেট দলের হয়ে আরও ভাল পারফরম্য়ান্স করতে পারবে। ক্রিকেটের তিনটে ফরম্য়াটেই স্মৃতি মান্ধানাকে ক্যাপ্টেন করা উচিত। আগামী বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করতে হলে স্মৃতিকে ক্যাপ্টেন হিসেবে ভাবতে হবে।'
বাংলা খবর/ছবি/খেলা/
Richa Ghosh: ভারতীয় দলের পরবর্তী ক্যাপ্টেন হবে বাঙালি! সৌরভের বিরাট ভবিষ্যদ্বাণী, যে নামটা নিলেন, শুনলে অবাক হয়ে যাবেন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল