হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ কী? বলে দিলেন সৌরভ! বড় ভবিষ্যদ্বাণী 'দাদা'র
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly On hardik Pandya: রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন। মুম্বই ফ্র্যাঞ্চাইজি কর্তাদের এমন সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না সমর্থকরা। আর সব রাগ গিয়ে পড়ছে পান্ডিয়ার উপর। এবার হার্দিক পাশে পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
advertisement
1/8

দুঃসময় চলছে হার্দিক পান্ডিয়ার। গুজরাতের ক্যাপ্টেন্সি ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর থেকেই ভাগ্য যেন সঙ্গ দিচ্ছে না তাঁর!
advertisement
2/8
মুম্বই ইন্ডিয়ান্সে এখন কার্যত কোণঠাঁসা হার্দিক। এমনকী মুম্বইয়ের সমর্থকরাও মাঠে এসে হার্দিকের নামে দুয়ো দিতে শুরু করেছেন।
advertisement
3/8
লাগাতার হারছে মুম্বই। আর সেই হারের দায় গিয়ে পড়ছে ক্যাপ্টেন পান্ডিয়ার উপর। কারণ তাঁর একের পর এক সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হচ্ছে। আর তাতেই বেজাট চটছেন সমর্থকরা।
advertisement
4/8
রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন। মুম্বই ফ্র্যাঞ্চাইজি কর্তাদের এমন সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না সমর্থকরা। আর সব রাগ গিয়ে পড়ছে পান্ডিয়ার উপর।
advertisement
5/8
সৌরভ গঙ্গোপাধ্যায় এবার হার্দিক পান্ডিয়ার পাশে দাঁড়ালেন। তিনি বলে দিলেন, যা হয়েছে তাতে পান্ডিয়ার কোনও দোষ নেই।
advertisement
6/8
সৌরভ বলেছেন, ফ্র্যাঞ্চাইজি ওকে ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে। এথে পান্ডিয়ার কিছু করার নেই। ওকে এভাবে করাটা ঠিক হচ্ছে না।
advertisement
7/8
সৌরভ আরও বলেছেন, রোহিত শর্মা অন্য মানের ক্রিকেটার। পান্ডিয়ার পারফরম্যান্সের মান আলাদা। ২জনকে গুলিয়ে ফেললে চলবে না।
advertisement
8/8
সৌরভ বলেছেন, অধিনায়ক কেউ আজীবন থাকে না। অর্থাৎ হাবেভাবে সৌরভ বুঝিয়ে দিয়েছেন, সময় দিলে পান্ডিয়ার ক্যাপ্টেন্সি ও পারফরম্য়ান্সের উন্নতি হবে।