TRENDING:

Sourav Ganguly in Shooting: মহারাজা তোমারে সেলাম... মাঠের পাশাপাশি ক্যামেরার সামনেও সাবলীল সৌরভ

Last Updated:
Sourav Ganguly in an ad shooting: সৌরভের বিজ্ঞাপনের শ্যুটিংয়ে সময় তোলা ছবির কোলাজ ৷
advertisement
1/6
মহারাজা তোমারে সেলাম... মাঠের পাশাপাশি ক্যামেরার সামনেও সাবলীল সৌরভ
স্ট্রেট ড্রাইভ, হুক, কাট-পুল। লাইট-ক্যামেরা-অ্যাকশন। সাদাচোখে প্রথম দুটো লাইনের শব্দগুলির মধ্যে মিল না দেখতে পারলেও মিল একটা আছে বটে। এই নাম গুলোর মধ্যে ব্রিজ হিসেবে মেলবন্ধন করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আসলে ব্যাট হাতে ক্রিকেটীয় শট মারতে যতটা সপ্রতিভ ছিলেন সৌরভ, ক্যামেরার সামনে ঠিক ততটাই সাবলীল মহারাজ। Photos: Eeron Roy Barman
advertisement
2/6
স্টেপ আউট করে কাউকে বাপি বাড়ি যা শট যেমন সৌরভের কাছে জলভাত ছিল এখন ক্যামেরার সামনে ওয়ান্টেড অ্যাকশন দেওয়াটা সৌরভের রোজকার রুটিন। দাদার ঘনিষ্ঠ মহলের মতে, ক্যামেরার সামনে শ্যুটিং করতে সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন সৌরভ। তা সে বিজ্ঞাপনের শ্যুটিং হোক কিংবা দাদাগিরির। মাসে কমপক্ষে ৪-৫ টি বিজ্ঞাপনের শ্যুটিং করে থাকেন সৌরভ। কোনও কোনও মাসে সেটা আবার দ্বিগুণ হয়ে যায়।
advertisement
3/6
গত সপ্তাহেও ঠিক একই ভাবে একাধিক বিজ্ঞাপনের কাজ করলেন দাদা। সৌরভের শ্যুটিং করার সেই সমস্ত ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রত্যেকটা ছবিতে ভিন্ন মুডে দাদা। প্রত্যেকটা শট দেওয়ার পর মনিটরে চোখ রাখা মাস্ট সৌরভের। সেই ছবিও ইতিমধ্যেই ভাইরাল। আসলে পারফেক্ট সৌরভ কোন কিছুতেই খামতি রাখতে চান না।
advertisement
4/6
শুধু সৌরভের বিজ্ঞাপনের শুটিং কেন, যেখানেই মহারাজ পৌঁছন না কেন ,সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিমেষে আপলোড হয়ে যায়। তারপর লাইকের বন্যা। আর হাজার হাজার শেয়ার। সেরকমই কিছু ছবি নিউজ18 বাংলার হাতে এসে পৌঁছেছে। বিজ্ঞাপন হোক কিংবা বাড়িতে ভিন্ন মুড। ক্যামেরার সামনে হন কিংবা পাশে থাকুন ডোনা। প্রত্যেকটা ছবিতেই ভুবনভোলানো হাসিতে ধরা দেন মহারাজ।
advertisement
5/6
কখনও চায়ের কাপ হাতে কিংবা ব্যাট হাতে স্টেট ড্রাইভ। বা সবাই মিলে গ্রুপ ফটো। ক্যামেরার সামনে ওয়ান টেক ওকে দিচ্ছেন দাদা। ঘনিষ্ঠ মহলের আরও দাবি, দিনভর শ্যুটিং করলেও ক্লান্ত হন না সৌরভ। হাসিমুখে প্রত্যেকটা সময় তাঁকে দেখা যায় ফ্লোরে। পরিচালক যখন বোঝান তখন নাকি একবারেই সবটা বুঝে নেন দাদা। 
advertisement
6/6
বিজ্ঞাপনের কাজ ছাড়াও দাদাগিরি প্রোমো শুটিংয়ের কাজ শুরু করে দিয়েছেন সৌরভ। সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে দাদাগিরির মূল পর্বের শ্যুটিং শুরু। সাথে তো বিসিসিআইয়ের কাজ রয়েছেই। তার ওপরে আবার সামনের মাসে শুরু হচ্ছে আইপিএলের অসমাপ্ত ম্যাচগুলি। তারপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তাই সব মিলিয়ে এখন সদাব্যস্ত মহারাজ।
বাংলা খবর/ছবি/খেলা/
Sourav Ganguly in Shooting: মহারাজা তোমারে সেলাম... মাঠের পাশাপাশি ক্যামেরার সামনেও সাবলীল সৌরভ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল