Sourav Ganguly: ধোনির ফের অধিনায়ক হওয়া নিয়ে মুখ খুললেন সৌরভ! বড় কথা বলে দিলেন দাদা
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Sourav Ganguly: চোটের কারণে রুতুরাজ গায়কোয়াড় আইপিএল থেকে ছিটকে যাওয়ার ফের একবার সিএসকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এমএস ধোনি। এবার ধোনির ফের অধিনায়ক হওয়া নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
1/5

চোটের কারণে রুতুরাজ গায়কোয়াড় আইপিএল থেকে ছিটকে যাওয়ার ফের একবার সিএসকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এমএস ধোনি। কেকেআর ম্যাচ থেকেই উইকেটের পিছনে আরও একবার দেখতে পাওয়া যাবে ক্যাপ্টেন কুলকে।
advertisement
2/5
ধোনি অধিনায়ক হওয়া মানেই ফ্যানেদের মধ্যে আলাদা উন্মাদনা। এবার এখনও ৫ ম্যাচে মাত্র ১ জিতেছে সিএসকে। ধোনি অধিনায়ক হওয়ার পর থেকে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে চেন্নাই ফ্যানেরা।
advertisement
3/5
এবার ধোনির ফের অধিনায়ক হওয়া নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ বলেছেন,"ধোনিকে যদি সিএসকের হয়ে খেলতে হয়, তাহলে ওকে অধিনায়ক হিসেবেই খেলতে হবে। কারণ ও অধিনায়কত্বের দায়িত্ব পেলে এক অন্যরকম প্রাণী হয়ে যান"।
advertisement
4/5
এছাড়া ধোনির অবসর প্রসঙ্গে সৌরভ বলেন,"ধোনি এখনও ছয় মারতে পারে। ৪৩ বছর বয়সে ও ২০০৫ সালের মতো খেলবে, সেটা আশা করা যায় না। কিন্তু ও এখনও ছক্কা হাকাচ্ছে। জানি না ধোনি কী ভাবছে, সিএসকে কী ভাবছে। তবে ওর খেলা দেখছিলাম। ভালোই খেলছে।"
advertisement
5/5
প্রসঙ্গত, ২০২৩ সালে শেষবার অধিনায়ক হিসেবে সিএসকে-কে পঞ্চম আইপিএল জিতিয়েছিলেন এমএস ধোনি। ফের একবার অধিনায়ক ধোনিকে দেখার অপেক্ষায় তাঁর কোটি কোটি ফ্যানেরা।