'তোমাকে ক্যাপ্টেন করব', সৌরভের একটা ফোন, ভারতকে দিল বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি!
- Written by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Sourav Ganguly on Rohit Sharma- সৌরভ এদিন বলেন, ভারতীয় দলের এই জয় অসাধারণ। একটাও ম্যাচ না হেরে এত বড় টুর্নামেন্ট জয় দুর্দান্ত। রোহিত, বিরাট, হার্দিক,বরুণদের যতই প্রশংসা করি কম হবে।
advertisement
1/5

কথায় বলে, জহুরী জহর চেনে। আর সৌরভ চেনেন প্রতিভা। যেভাবে খুঁজে নিয়ে এসেছিলেন ঝাড়খণ্ডের ধোনিকে। অতীতে পাকিস্তানের মাটিতে বারবার ব্যর্থ হওয়া মহেন্দ্র সিং ধোনিকে ব্যাটিং অর্ডারে উপরে নিয়ে এসে পাকাপাকি জায়গা করে দিয়েছিলেন ভারতীয় দলে। বাকিটা তো সময়ের ইতিহাস।
advertisement
2/5
অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন কুল-কে উপহার দেওয়ার পর বিসিসিআই সভাপতি হিসেবে রোহিতকে ক্যাপ্টেন করেছিলেন দাদা। রোহিতকে কেন ক্যাপ্টেন নির্বাচন করেছিলেন? বিসিসিআই সভাপতি থাকাকালীন বিরাটের পদত্যাগের পর অধিনায়ক হিসেবে রোহিতকেই বেছে নেন সৌরভ।
advertisement
3/5
রোহিতের মধ্যে ক্যাপ্টেন্সির কোন বৈশিষ্ট্য দেখতে পেয়েছিলেন দাদা? সৌরভ বলেন, ক্যাপ্টেন হিসেবে ওর স্কিল দেখে ওকে যোগ্য বলে মনে হয়েছিল। ও মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে যোগ্যতা প্রমাণ করেছিল। তাছাড়া টি২০ ক্রিকেটে বিরাটের পর ওকেই ক্যাপ্টেন হওয়ার যোগ্য বলে মনে হয়েছিল।
advertisement
4/5
২৫ বছর আগে ব্ল্যাক ক্যাপসরা সেবার ভারতীয় দলকে ফাইনালে হারিয়ে ট্রফি জিতেছিল। সেই ম্যাচে ক্যাপ্টেন সৌরভ সেঞ্চুরি করেছিলেন। তবুও টিম ইন্ডিয়া সেবার জেতেনি। ক্রিস কেয়ার্নসের দুরন্ত ইনিংস ভারতের বিরুদ্ধে কিউয়িদের জিততে সাহায্য করেছিল।
advertisement
5/5
সৌরভ এদিন বলেন, ভারতীয় দলের এই জয় অসাধারণ। একটাও ম্যাচ না হেরে এত বড় টুর্নামেন্ট জয় দুর্দান্ত। রোহিত, বিরাট, হার্দিক,বরুণদের যতই প্রশংসা করি কম হবে। টিম হিসেবে দুর্দান্ত পারফর্ম করেছে ওরা।