TRENDING:

Sourav Ganguly Daughter Sana Birthday: কোলের মেয়ে এখন অনেকটা বড়! কত বয়স হল সৌরভ কন্যার? বাবা-মায়ের সঙ্গে জন্মদিন পালন সানার

Last Updated:
Sana Ganguly birthday: আর তাঁদের সঙ্গে ছিলেন সানার বন্ধু বান্ধব ও সহকর্মী৷ সকলে মিলে একসঙ্গে হইহই করে পালন করে সানার জন্মদিন৷
advertisement
1/7
কোলের মেয়ে এখন বড়! কত বয়স হল সৌরভ কন্যার?বাবা-মায়ের সঙ্গে জন্মদিন পালন সানার
সানা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন৷ লন্ডনে পালন করা হল৷ তবে খুব সাধারণভাবে জন্মদিনের অনুষ্ঠান হল৷ পাশে ছিলেন বাবা সৌরভ, মা ডোনা৷
advertisement
2/7
সানা এখন পাকাপাকিভাবে লন্ডনে থাকেন৷ সেখানে নামী মাল্টিনেশনাল সংস্থায় চাকরি করেন তিনি৷ পান প্রচুর টাকা বেতন৷
advertisement
3/7
তবে তারকা বাবা-মায়ের সন্তান হয়েও সানার জীবনযাপন খুব সাধারণ৷ বাবা স্বনামধন্য ক্রিকেটার, মা-ও জনপ্রিয় নৃত্যশিল্পী। এমন সেলেব্রিটি যুগলের মেয়ে হয়েও সানার চালচলনে নেই কোনও লোক দেখানি চাল৷ অতি সাধরণ জীবন যাপন করেন সানা৷ এমনই শিক্ষা দিয়েছেন সৌরভ ও ডোনা৷
advertisement
4/7
কলকাতার পর লন্ডন পড়াশোনা করেন সানা৷ আর সেখানেই করেন চাকরি৷ মেয়ের জন্য মাঝে মধ্যেই সৌরভ ও ডোনা পৌঁছে যান লন্ডনে৷ মেয়ের জন্মদিনে তো অবশ্যই তাঁরা ছিলেন মেয়ের সঙ্গে৷ সোশ্যাল মিডিয়াও সেই ছবি দিয়েছেন সৌরভ-ডোনা দু’জনেই৷
advertisement
5/7
আর তাঁদের সঙ্গে ছিলেন সানার বন্ধু বান্ধব ও সহকর্মী৷ সকলে মিলে একসঙ্গে হইহই করে পালন করে সানার জন্মদিন৷
advertisement
6/7
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার ঘুরপাক খেতে শুরু করেছে সৌরভের কোলে ছোট্ট সানার ছবি৷ যেন দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল সানা গঙ্গোপাধ্যায়৷
advertisement
7/7
২০০১-এ জন্ম সানার৷ এবার তিনি ২৩ শেষ করে ২৪ বছরে পা রাখলেন৷ সুস্থ থাকুন, ভাল থাকুন সানা, শুভেচ্ছা রইল আমাদেরও৷
বাংলা খবর/ছবি/খেলা/
Sourav Ganguly Daughter Sana Birthday: কোলের মেয়ে এখন অনেকটা বড়! কত বয়স হল সৌরভ কন্যার? বাবা-মায়ের সঙ্গে জন্মদিন পালন সানার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল