রবিবার দুপুরে সৌরভ হাজির এমন জায়গায়, কেউ কখনও ভাবতেও পারেনি! সবাই অবাক
- Written by: ERON ROY BURMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Sourav Ganguly- এর আগেও বাংলা সিনিয়র দলের অনুশীলনে উপস্থিত হয়েছিলেন। সিএবি সভাপতি থাকাকালীন এভাবেই সৌরভ বিভিন্ন মাঠে পৌঁছে যেতেন।
advertisement
1/7

রবিবাসরীয় দুপুর। সাধারণত নির্ভেজাল ছুটির দিনে ভাতঘুমে থাকে শহর কলকাতা। তবে তিনি তো মহারাজ। তাঁর তো আর ঘুম নেই। তাই রবিবাসরীয় দুপুরে গোটা ময়দান ঘুরে বেড়ালেন সৌরভ।
advertisement
2/7
দুপুরে ময়দানের সবুজ ঘাসে চলছে সিএবি পরিচালিত সাদা বলে ক্রিকেট টুর্নামেন্ট। দীর্ঘদিন পর সেই ম্যাচ পরিদর্শনে উপস্থিত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
3/7
দুপুরে ময়দানের সবুজ ঘাসে চলছে সিএবি পরিচালিত সাদা বলে ক্রিকেট টুর্নামেন্ট। দীর্ঘদিন পর সেই ম্যাচ পরিদর্শনে উপস্থিত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
4/7
ময়দানের পরিচিত বাটা, টাউন মাঠ-সহ বেশ কিছু মাঠে ঘুরে বেড়ালেন সৌরভ। মূল উদ্দেশ্য বাংলা ক্রিকেটের হাল হাকিকত সরজমিনে দেখে নেওয়া। কীভাবে চলছে বাংলা সাপ্লাই লাইন, সেই ব্যাপারেই খোঁজ করলেন মহারাজ।
advertisement
5/7
সৌরভের সঙ্গে ছিলেন সিএবি র ট্যুর অ্যান্ড ফিকচার্স কমিটির চেয়ারম্যান সৌরভের বন্ধু সঞ্জয় দাস। ছিলেন কয়েকজন কর্তাও। পিএনটি মাঠে প্রাক্তন সতীর্থ ভারতীয় তারকা অরুণলালের সঙ্গে সাক্ষাৎ হয় সৌরভের। বাংলার রঞ্জি ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন সৌরভ এবং অরুণ লাল দুজনে। খেলা দেখতে দেখতে পুরনো দিনের বেশ কিছু কথাও হয় দুজনের মধ্যে।
advertisement
6/7
সিএবি পরিচালিত টুর্নামেন্টের পরিকাঠামো দেখে খুশি সৌরভ। তবে শুধু একদিন নয় মাঝেমধ্যেই সময় পেলে সিএবির খেলাধুলার জন্য মাঠে আসবেন বলে জানিয়েছেন মহারাজ।
advertisement
7/7
এর আগেও বাংলা সিনিয়র দলের অনুশীলনে উপস্থিত হয়েছিলেন। সিএবি সভাপতি থাকাকালীন এভাবেই সৌরভ বিভিন্ন মাঠে পৌঁছে যেতেন।