সৌরভ এবার পুলিশ! কোন সিনেমা? 'দাদা'র আবার নতুন ইনিংস, সবাইকে চমকে দেবে
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Sourav Ganguly as police- খাঁকি ২-এর বিজ্ঞাপনী ছবির জন্য শ্যুট করেছেন সৌরভ। দেখানো হয়েছে, এই সিরিজে পুলিশ অফিসার লাগবে শুনে পুলিশের পোশাক পরে দাদা চলে এসেছেন অডিশন দিতে।
advertisement
1/7

ভারতীয় দলের ক্যাপ্টেন, প্রশাসক হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন, আবার অনুষ্ঠান সঞ্চালক হিসেবেও তিনি হিট। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় এবার হাত পাকাতে চলেছেন অভিনয়ে! হ্যাঁ, একেবারে সত্যি খবর। শুনলে চমকে যেতে পারেন।
advertisement
2/7
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে উল্লেখযোগ্য ঘটনার শেষ নেই। তাঁর খেলোয়াড়ি জীবন রোমহর্ষক সব ঘটনায় ভরা। সেসব ঘটনা শীঘ্রই দেখা যাবে সৌরভের বায়োপিকে। তবে সেই বায়োপিকে সৌরভ অভিনয় করছেন না। পর্দার সৌরভ হচ্ছেন রাজকুমার রাও।
advertisement
3/7
তার আগে সৌরভ কিন্তু নিজে অভিনয়ে হাত পাকাবেন। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ খাঁকি ২ নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে। জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্ক্রিন শেয়ার করবেন তাতে। সেই ওয়েব সিরিজে দেখা যাবে সৌরভকে!
advertisement
4/7
সৌরভের শ্যুটিং করার খবর জানা গেল এবার। সৌরভকে দেখা গেল পুলিশের পোষাকে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তা হলে কি সেই ওয়েব সিরিজে সৌরভকে পুলিশের ভূমিকায় দেখা যাবে!
advertisement
5/7
জানা যাচ্ছে, বারুইপুরের বিনোদিনী স্টুডিয়োয় শ্যুটিং করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। খাঁকি পোশাকে তাঁর সেই ছবি ভাইরাল। খাঁকি ২-তে কতক্ষণ দেখা যাবে সৌরভকে! তা নিয়ে এখনও কোনও পাকা খবর পাওয়া যায়নি।
advertisement
6/7
ব্যাপারটা একটু খোলসা করা যাক। খাঁকি ২-এর বিজ্ঞাপনী ছবির জন্য শ্যুট করেছেন সৌরভ। দেখানো হয়েছে, এই সিরিজে পুলিশ অফিসার লাগবে শুনে পুলিশের পোশাক পরে দাদা চলে এসেছেন অডিশন দিতে। এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
advertisement
7/7
এই বিজ্ঞাপনে পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন নপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত। তিনি কাজ না পেয়ে ফুটপাতে দোকান দিয়েছিলেন। তাঁর সেই ভিডিও ভাইরাল হয়েছিল।