Sourav Ganguly and Sana Ganguly: জন্মানোর পর সানা যখন বাড়ি এসেছিল তখন দাদা যা করতেন, আর আজ সানা যা করে...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sourav and Sana: সৌরভ ও সানার দুষ্টু মিষ্টি সম্পর্ক। সানাকে নিয়ে এত বড় কথা সকলের সামনে আনলেন দাদা
advertisement
1/7

সৌরভ গঙ্গোপাধ্যায় কেমন বাবা তা বারেবারে প্রমাণ করেন৷ তবে এবার দাদা-র মুখ থেকে যে কথা তা শুনে সকলেই আবেগতাড়িত৷ সানা এখন ২২ বছরের তরুণী৷ Photo- File
advertisement
2/7
লন্ডনে লেখাপড়া শেষ করার পর এখন সেখানেই চাকরি করছেন তিনি৷ সৌরভ ও ডোনার ঘর আলো করে ২০০১ সালে জন্মান সানা৷ ৩ নভেম্বর সানার জন্মদিন ৷ Photo- File
advertisement
3/7
সানা এখন বড় হয়ে গেছে কিন্তু সানার ছোটবেলার দিন এখনও দাদার মনে উজ্জ্বল৷ দাদাগিরির মঞ্চে ছোট্ট সানার এক মিষ্টি স্মৃতি বলে সকলকেই মনে করিয়ে দিলেন নিজেদের প্রথম মা-বাবার দিন৷ Photo- File
advertisement
4/7
দাদা জানিয়েছেন ছোট সানা জন্মানোর পর যখন বাড়িতে আসেন তখন দাদা সেই সদ্যোজাত সন্তানকে কোলে নিতে ভয় পেতেন৷ Photo- File
advertisement
5/7
তিনি প্রথমে সানাকে কোলে নিতে গেলে আগে খাটে উঠে বসতেন তারপর সেখানে বসে খুদে সানাকে কোলে নিতেন৷ Photo- File
advertisement
6/7
এদিকে সেই মিষ্টি স্মৃতিচারণার পরই আবার সরাসরি লাফে বর্তমান দিনে ফিরে এসেছেন৷ Photo- File
advertisement
7/7
এখন নাকি সানা রীতিমতো বুদ্ধিমতী৷ নিজের মেয়ের এই বুদ্ধিমত্তার প্রমাণ হিসেবে তিনি বলেছেন যে এখন সানা এক পকেটে মাকে রাখে অন্য পকেটে রাখে বাবাকে৷ Photo- File