TRENDING:

Sourav Ganguly and Sana: আর ইনটার্ন নয়, এবার সানার ‘পাকা চাকরি’ বাবা সৌরভকে বেতন পেয়ে কী গিফট দেবেন, জল্পনা তুঙ্গে

Last Updated:
Sourav Ganguly and Sana: ইনটার্ন হিসেবেই ওত দামী গিফট দিয়েছিলেন আর এখন তো একেবারে পাকা চাকরি৷‌ ‌
advertisement
1/6
আর ইনটার্ন নয়, এবার সানার ‘পাকা চাকরি’ বাবা সৌরভকে বেতন পেয়ে কী গিফট দেবেন
Sourav Ganguly and Sana:  সৌরভ গঙ্গোপাধ্যায় এখন গর্বিত বাবা৷ নিজে কেরিয়ারের সব সাফল্যের পথ পেরিয়েছেন৷ কিন্তু মেয়ে যখন পাকা চাকরি পেয়ে যায় তখন বাবার আনন্দ আর ধরে না৷ এর আগেই  যখন ইনটার্ন ছিলেন তখনই গিফট দিয়েছিলেন সানা৷ আর এবার একেবারে পাকা চাকরি৷
advertisement
2/6
কনসাল্টিং ফার্ম ডায়োলেটে ইনটার্ন অবস্থাতেই ভারতীয় মুদ্রায় দেড় লক্ষ টাকা রোজগার করতেন সানা৷ সেই সময়েই তিনি বাবাকে অত্যন্ত দামী গিফট দিতে চেয়েছিলেন৷
advertisement
3/6
আর পাঁচজন বাবা-র মতোই তারকা বাবা সৌরভও সঙ্গে সঙ্গেই জানিয়ে দেন এত দামী গিফটের প্রয়োজন নেই৷ বাবা -মা সন্তানের থেকে পাওয়া  গিফটের দাম দেখেন না৷
advertisement
4/6
ইনটার্ন হিসেবেই ওত দামী গিফট দিয়েছিলেন আর এখন তো একেবারে পাকা চাকরি৷‌ ‌প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা ইনোভারভিতে চাকরির অফার পেলেন।
advertisement
5/6
ইনটার্ন হিসেবে ১ লক্ষ ৯০ হাজার টাকা যেখানে পেতেন সেখানে পাকা চাকরিতে তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা পাবেন৷
advertisement
6/6
এর আগে দাদাগিরি অনুষ্ঠানের মঞ্চে  সৌরভ বলেছিলেন, ‘ভেবেছে হয়তো বাবাকে উপহার দিতে গেলে অনেক দামী দামী গিফট দিতে হয়, নয়তো বাবা খুশি হবে না। আমি ওঁকে বললাম, আমাকে সামান্য উপহার দেবে তাতেই আমি খুশি।’ এবার নেটিজেনদের মধ্যে যে প্রশ্ন উঠছে তাতে বোঝা যাচ্ছে এবার তাহলে সানা নিজের বাবা -মাকে কী গিফট দেবে?
বাংলা খবর/ছবি/খেলা/
Sourav Ganguly and Sana: আর ইনটার্ন নয়, এবার সানার ‘পাকা চাকরি’ বাবা সৌরভকে বেতন পেয়ে কী গিফট দেবেন, জল্পনা তুঙ্গে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল