TRENDING:

Sourav Ganguly 50th Birthday: ৫০তম জন্মদিনের পর জীবন কেমন হবে, ঠিক করে ফেলেছেন সৌরভ!

Last Updated:
Sourav Ganguly 50th Birthday: জীবনের ক্রিজে হাফ-সেঞ্চুরির পথে মহারাজ। তার পর সৌরভের জীবন কোন খাতে বইবে, ঠিক করে রেখেছেন নিজেই!
advertisement
1/6
৫০তম জন্মদিনের পর জীবন কেমন হবে, ঠিক করে ফেলেছেন সৌরভ!
জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরির মুখে তিনি। মাঝে আর মাত্র একটা দিন। তার পরই মহারাজের ৫০। তার পর? ৫০-এর পর জীবনটা ঠিক কেমন হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের!
advertisement
2/6
লড়াকু ক্যাপ্টেন থেকে দক্ষ প্রশাসক। যে কোনও ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় সফল। এতটা ধারাবাহিক থাকার রহস্য কী! বিসিসিআই সভাপতির দাবি, জেতার খিদে তাঁকে তাড়িয়ে বেড়ায়। সৌরভ বলেন, যে কোনও পজিশনেই খেলুন না কেন, তিনি স্রেফ গোল করতে চান। অর্থাত্, সাফল্য তাঁর একমাত্র লক্ষ্য।
advertisement
3/6
লর্ডসে ঘুরপাক জামা মানে দাদাগিরি...। সেই আগ্রাসী অধিনায়ক বাস্তবে কেমন! সৌরভ দাবি করেন, তিনি এমনিতে সাদামাটা বাঙালি। তাঁর চলন-বলন, খাদ্যাভাস সবই আর পাঁচজন বাঙালির মতোই। সাধারণ জীবনযাপনে তিনি স্বচ্ছন্দ্য। তবে তিনি যে সাধারণের মধ্যে অসাধারণ, তা কে না জানে!
advertisement
4/6
৫০-এর জন্মদিনে বিরাট কিছু আড়ম্বর হবে না। পরিবারের সঙ্গেই কাটবে সৌরভের জন্মদিন। তবে এই জন্মদিনের পর জীবন কোন খাতে বইবে, তা তিনি স্থির করে ফেলেছেন। সারাদিন কাজ আর কাজ। সৌরভ এখন কিছুটা ক্লান্ত।
advertisement
5/6
বিসিসিআই সভাপতি হিসেবে তাঁর দায়িত্বের শেষ নেই। তাই সারাদিনই প্রায় ব্যস্ততার মধ্যেই কাটে। সৌরভ এবার একটু বিশ্রাম নিতে চান। চাপ কমাতে চান নিজের উপর থেকে। একটু অবসর সময় বের করতে চান। এটাই ৫০-তম জন্মদিনে তাঁর রেজোলিউশন।
advertisement
6/6
ক্রিকেটার থেকে প্রশাসক, এতগুলো বছর ধরে তাঁকে ঘিরে আবর্তিত হয়েছে স্রেফ ক্রিকেট। সৌরভ চাইলেই কি আর সেই আবর্ত থেকে ছুটি নিতে পারবেন! মাঠেই যাঁর ধর্ম-কর্ম, তিনি কি মাঠ ছেড়ে ভাল থাকবেন! ৫০তম জন্মদিনের পর কি সত্যিই প্রশাসক সৌরভ কাঁধ দায়িত্ব নামিয়ে রাখবেন! সময়ই দেবে সেই উত্তর।
বাংলা খবর/ছবি/খেলা/
Sourav Ganguly 50th Birthday: ৫০তম জন্মদিনের পর জীবন কেমন হবে, ঠিক করে ফেলেছেন সৌরভ!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল