Shubman Gill: শুভমান গিলকে নিয়ে খারাপ খবর! সামনে এল বড় আপডেট, মন ভাঙল সকলের!
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Sudip Paul
Last Updated:
Shubman Gill Health Update: শনিবার ঘাড়ে গুরুতর ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। হতাশ হয়েছিল ইডেন গার্ডেন্সের দর্শক। সঙ্গে ছিল উদ্বেগও। রবিবার সকালে গিলকে নিয়ে এল খারাপ খবর।
advertisement
1/5

শনিবার ঘাড়ে গুরুতর ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। হতাশ হয়েছিল ইডেন গার্ডেন্সের দর্শক। সঙ্গে ছিল উদ্বেগও। রবিবার সকালে গিলকে নিয়ে এল খারাপ খবর।
advertisement
2/5
ইডেন টেস্টের স্মৃতি সুখের হল না ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলের। শনিবার মাঠে নামার আগে থেকেই ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন গিল। পেইন কিলার খেয়ে মাঠে নামলেও মাত্র ৩ বল থেলেই যন্ত্রণায় কাতর হয়ে মাঠ ছাড়েন গিল।
advertisement
3/5
ঘাড়ে গুরুতর ব্যথা নিয়ে শনিবার সন্ধ্যায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুভমন গিল। রবিবার সকালে যে আপডেট এল তাতে আশা-হতাশা দুই রয়েছে।
advertisement
4/5
রবিবার সকালে জানা যায়, ঘাড়ের ব্যথা আগের থেকে কিছুটা কম হয়েছে। আইসিইউতে ছিলেন গিল। সকালে হাসপাতালের বেডে শুয়ে টিভিতে টেস্ট ম্যাচ দেখছে। স্যান্ডউইচ খেয়েছে বলে খবর। এমআরআই রিপোর্টের সেরকম কিছু নেই। ডাক্তার সপ্তর্ষি বসুর অধীনে ভর্তি রয়েছে।
advertisement
5/5
তবে খারাপ খবর হল, ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে ঘাড়ে যন্ত্রণার কারণে ইডেন টেস্টে আর নামতে পারবেন না শুভমান গিল। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকবেন। দ্বিতীয় টেস্টে খেলবেন কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চিয়তা।