TRENDING:

Shreyash Iyer: KKR অধিনায়ক নাকি ‘Bad Boy’, বিসিসিআই নাকি শাস্তি দিয়েছে, তোলপাড় শ্রেয়সকে নিয়ে

Last Updated:
Shreyash Iyer: হঠাৎই দুশ্চিন্তায় পড়ে গেছেন কেকেআরের কোটি কোটি ফ্যান...
advertisement
1/7
KKR অধিনায়ক নাকি ‘Bad Boy’,বিসিসিআই নাকি শাস্তি দিয়েছে,তোলপাড় শ্রেয়সকে নিয়ে
Shreyash Iyer: শ্রেয়স আইয়ার এই মুহূর্তে বড় চাপে৷ রাহুল দ্রাবিড় নিজের ক্রিকেট কেরিয়ারেও অনুশাসন মেনে চলা ক্রিকেটার ছিলেন এখন যখন ভারতীয় দলের কোচ হয়েছেন তখনও তিনি সেই অনুশাসন প্রিয়ই রয়ে গেছেন৷ বিষম অখুশি নাকি দ্রাবিড়৷ আর সেই অখুশি হওয়ার খবর তিনি বোর্ডকে জানিয়ে দিয়েছেন৷
advertisement
2/7
কী গণ্ডগোল সবই মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে ভাবছেন কারণ রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যেই জানিয়েছেন যে শ্রেয়স আইয়ার ও ইশান কিষাণকে ভারত বনাম আফগানিস্তান সিরিজে রাখা হয়নি কারণ টিম কম্পোজিশনে তাঁদের প্রয়োজন হয়নি৷
advertisement
3/7
কিন্তু এই গল্পটা যতটা সহজে বলা হচ্ছে বিষয়টা তত সহজ নয়৷ জল গড়িয়েছে অনেক দূর৷ কেকেআর অধিনায়কের কেরিয়ারের শুরুটা যেরকম ধমধম করে উঠছিল সেরকম কেরিয়ার হঠাৎই গোঁৎ খাওয়া ঘুড়ির মতো নিচে নামছে৷
advertisement
4/7
বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচক জানিয়েছেন বোর্ড ইশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকে নিয়ে খুশি নয়৷ কেকেআর অধিনায়ক রনজি না খেলে দুবাইতে পার্টি করছিলেন যা ভাল লাগেনি রাহুল স্যারের৷
advertisement
5/7
এদিকে নির্বাচকদের মন উঠেছিল শ্রেয়সের ওপর থেকে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই৷ কারণ বিদেশের মাটিতে কেকেআর অধিনায়কের শট সিলেকশন ঠিক ছিল না৷
advertisement
6/7
তারপরে যখন ঘরোয়া ক্রিকেটে যখন খেলার অবকাশ ছিল তখনও তরুণ তুর্কি এই ক্রিকেটার সেখানে না খেলে দুবাই চলে গিয়ে বন্ধুদের সঙ্গে মস্তিতে মাতেন৷ চোটের কারণে আইপিএলে খেলে হয়নি শ্রেয়সের ৷
advertisement
7/7
কেকেআর অধিনায়ক হিসেবে নীতিশ রানা দলের নেতৃত্ব দেন৷ এবারও যদি কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার বোর্ডের মান ভাঙাতে পারেন তাহলে তাহলে আইপিএলেও তাঁর কপাল কী নাচছে কেউ জানে না৷
বাংলা খবর/ছবি/খেলা/
Shreyash Iyer: KKR অধিনায়ক নাকি ‘Bad Boy’, বিসিসিআই নাকি শাস্তি দিয়েছে, তোলপাড় শ্রেয়সকে নিয়ে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল