Shreyas Iyer মাথায় হাত কেকেআরের, চোটের জন্য অপারেশন করাতেই হচ্ছে শ্রেয়সকে, মিস হবে কী কী
- Published by:Debalina Datta
Last Updated:
Shreyas Iye Injury: r এতদিন টুর্নামেন্টের না খেলার কারণে বিশ্বকাপের দলের জন্য তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা কমই থাকবে৷
advertisement
1/5

কলকাতা: ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক, শ্রেয়স আইয়ারের পিঠের চোটে সম্ভবত অস্ত্রোপচারের হবে৷ ইন্ডিয়া টুডে অনুযায়ি বুধবার ২৩ মার্চ শ্রেয়সের আইয়ারের অপারেশন করা হতে চলেছে৷ শ্রেয়স বর্ডার-গাভাস্কর ট্রফি ২০২৩-এর শেষ টেস্ট ম্যাচে ব্যাট করতেও নামতে পারেননি৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) তত্বাবধানে লন্ডনে বা ভারতের কোথাও তাঁর অস্ত্রোপচার হবে বলে জানা যাচ্ছে৷
advertisement
2/5
সূত্র নিশ্চিত করেছে শ্রেয়স আইয়ারকে মুম্বইয়ের চিকিৎসকের সঙ্গে তাঁর অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছিল। সূত্রের মতে, আইয়ার তাঁর অস্ত্রোপচারের পরে কমপক্ষে পাঁচ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাবেন৷ এর ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেকেআরের জার্সি খেলা মিস হতে চলেছে৷ আইপিএল আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে৷
advertisement
3/5
মার্চের ৩১ তারিখ থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে আইয়ার বাইরে৷ তবে ওয়ানডে বিশ্বকাপে হয়ত খেলার জন্য শারীরিক ফিট হলেও এতদিন টুর্নামেন্টের না খেলার কারণে বিশ্বকাপের দলের জন্য তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা কমই থাকবে৷
advertisement
4/5
আইয়ারের চোট ভারতের জন্য দ্বিতীয় বড় ক্রিকেটার যাঁরা ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে পিঠের সমস্যার কারণে খেলতে পারছেন না৷ জসপ্রীত বুমরাহকে মিস করেছে। তবে বুমরাহকে কবে পাওয়া যাবে তা নিয়ে এখনও কোনও দিশা পাওয়া যায়নি৷ বিসিসিআই তাঁর সুস্থতা নিয়ে তাড়াহুড়ো করবে না৷
advertisement
5/5
আইয়ারের অনুপস্থিতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে বড় সমস্যায় ফেলবে৷ ১২.২৫ কোটি টাকায় কেকেআর তাঁকে কিনেছিল এবং ২০২২ সালে তাঁকে দলের অধিনায়ক বানিয়েছিল। কেকেআরকে এখন নতুন অধিনায়কের হাতে দল তুলে দিয়ে ব্যালান্স আনতে হবে যার জন্য হাতে ১০ দিনেরও কম সময় বাকি থাকছে। আইয়ারের এই সমস্যা নতুন নয়৷ দীর্ঘদিন ধরেই এই সমস্যা নিয়েই লড়াই করে যাচ্ছিলেন এই তরুণ তুর্কি৷