TRENDING:

Shikhar Dhawan: বাঙালি স্ত্রীর 'দ্বিতীয় বর'! বিয়ে টিকল না, আবার বিদেশি প্রেমিকা, এবার ৭০ কোটি টাকা খরচ!

Last Updated:
Shikhar Dhawan Love Story- আইরিশ সুন্দরী সোফি শাইনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শিখর ধাওয়ান। জানা যাচ্ছে, গুরুগ্রামে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন গব্বর।
advertisement
1/6
বাঙালি স্ত্রীর 'দ্বিতীয় বর'! বিয়ে টিকল না, আবার বিদেশি প্রেমিকা, এবার ৭০ কোটি টাকা খরচ!
আবার প্রেমে পড়লেন গব্বর! ভারতীয় ক্রিকেটের ডাকাবুকো ওপেনার হিসেবে তাঁর নাম লেখা থাকবে। ক্রিকেট কেরিয়ার তাঁর শেষ। এখন ব্যক্তিগত জীবনে থিতু হতে চাইছেন শিখর ধাওয়ান।
advertisement
2/6
শিখরের প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় ছিলেন প্রবাসী বাঙালি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকেই তাঁদের প্রথম কথা হয়েছিল। আয়েশা শিখরের থেকে ১০ বছরের বড়। ২০০৯ সালে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে আঙটি বদল করেন শিখর। ২০১২ সালে তাঁরা বিয়েও করে ফেলেন।
advertisement
3/6
এখন খবর, আইরিশ সুন্দরী সোফি শাইনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শিখর ধাওয়ান। জানা যাচ্ছে, গুরুগ্রামে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন গব্বর। সেখানেই নাকি নতুন বান্ধবীকে নিয়ে থাকবেন তিনি।
advertisement
4/6
আয়েশা মুখোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষের দুই কন্যাসন্তান রয়েছে তাঁর। শিখর ও তাঁর এক ছেলে। ৯ বছর একসঙ্গে ঘর সংসার করার পর শিখর এবং আয়েশা একে অপরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেন।
advertisement
5/6
আয়েশার সঙ্গে বিচ্ছেদের পর এক বছরের মধ্য়েই নতুন বান্ধবীর সঙ্গে সংসার পাতার পরিকল্পনা করছেন শিখর। আয়েশা একজন কিক-বক্সার। তাঁর বাবা বাঙালি হলেও, মা ব্রিটেনের নাগরিক। তাঁর জন্ম ভারতে হলেও তিনি থাকেন অস্ট্রেলিয়ায়। সেখানকারই এক ব্যবসায়ীর সঙ্গে প্রথমে বিয়ে করেন তিনি।
advertisement
6/6
চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে মাঠে হাজির হন গব্বর। দিনকয়েক আগে একসঙ্গে ছবি দিয়ে 'মাই লাভ' লেখেন। তার পরই দুজনের সম্পর্কের ব্যাপরটা খোলসা হয়ে যায়। জানা যাচ্ছে, সুপার লাক্সারি প্রজেক্টের অ্যাপার্টমেন্টের দাম ৬৯ কোটি টাকা। ১৭ একর জমির উপর দাহিলাস নামের এই প্রজেক্ট গতবছর অগাস্টে শুরু হয়েছিল। সেখানেই এবার পাকাপাকি থাকবেন তাঁরা।
বাংলা খবর/ছবি/খেলা/
Shikhar Dhawan: বাঙালি স্ত্রীর 'দ্বিতীয় বর'! বিয়ে টিকল না, আবার বিদেশি প্রেমিকা, এবার ৭০ কোটি টাকা খরচ!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল