TRENDING:

Shane Warne Scandals: নার্সকে অশ্লীল মেসেজ, এক রাতে দুজন মডেলের সঙ্গে হোটেলে ছিলেন শেন ওয়ার্ন

Last Updated:
Shane Warne Scandals: এক রাতে দুজন মডেলের সঙ্গে ছিলেন ওয়ার্ন। পরদিন লিক হয়েছিল আপত্তিজনক ছবি।
advertisement
1/5
নার্সকে অশ্লীল মেসেজ, এক রাতে দুজন মডেলের সঙ্গে হোটেলে ছিলেন শেন ওয়ার্ন
জগত সংসারে কাউকে পাত্তা দেননি তিনি। কাউকে তোয়াক্কা করেননি শেন ওয়ার্ন। নারীসঙ্গ, মদ্যপান ছিল তাঁর একরকম নেশা। বয়স ৫০-এর কোটা পার হওয়ার পরও শেন সেই নেশায় বুঁদ হয়ে থাকতেন। একের পর এক নামকরা মডেল ওয়ার্নের নামে মারাত্মক সব অভিযোগ করেছেন। শেন ওয়ার্ন সেসব পাত্তা দেননি কোনওদিন।
advertisement
2/5
২০০৬ সালে ইংলিশ কাউন্টি ক্রিকেট লিগে মিডলসেক্স-এর বিরুদ্ধে ম্যাচের আগে দুজন মডেলের সঙ্গে রাত কাটিয়েছিলেন ওয়ার্ন। সেই রাতের ছবি লিক হয়ে যায়। সেই লিক হওয়া ছবি নিয়ে আজও আলোচনা চলে অনেক আড্ডার ঠেকে।
advertisement
3/5
২০০৩ সালে মেলবোর্নের স্ট্রিপার অ্যাঞ্জেলা গালাঘের দাবি করেছিলেন, তিন মাস তাঁর সঙ্গে ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওয়ার্নের। পরে ব্রেক-আপ হলেও ওয়ার্ন তাঁকে অশ্লীল মেসেজ পাঠাতেন বলে দাবি করেছিলেন তিনি।
advertisement
4/5
শেন ওয়ার্নের বিরুদ্ধে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ এনেছিলেন মডেল ও টিভি অভিনেত্রী জেসিকা পাওয়ার। জেসিকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওয়ার্নের পাঠানো মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছিলেন। ওয়ার্ন তাঁকে হোটেলের ঘরে দেখা করতে বলছিলেন। মডেল রাজি না হওয়া সত্ত্বেও ওয়ার্ন ক্রমাগত তাঁকে বিভিন্ন মেসেজ পাঠান।
advertisement
5/5
শেন ওয়ার্নের বিরুদ্ধে ব্রিটিশ নার্স ডোনা রাইটকে অবমাননাকর টেক্সট মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে।
বাংলা খবর/ছবি/খেলা/
Shane Warne Scandals: নার্সকে অশ্লীল মেসেজ, এক রাতে দুজন মডেলের সঙ্গে হোটেলে ছিলেন শেন ওয়ার্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল