Shahrukh Khan On Andre Russell: বহুদিন চুপ করে ছিলেন, KKR নিয়ে চলতি আইপিএলে প্রথম মুখ খুললেন শাহরুখ খান
- Published by:Suman Majumder
Last Updated:
Shahrukh Khan Tweet On Kkr: এই বছর তো একবারও কেকেআর নিয়ে কোনও কথা বলেননি শাহরুখ। এই প্রথম কী বললেন জানেন?
advertisement
1/5

দীর্ঘদিন তিনি চুপ করে ছিলেন। কেকেআর নিয়ে তাঁকে কিছু বলতে শোনা যাচ্ছিল না। চলতি আইপিএলে এই প্রথম কেকেআর নিয়ে নীরবতা ভাঙলেন কিং খান।
advertisement
2/5
শুক্রবার ওয়াংখেড়েতে তাণ্ডব করেছেন আন্দ্রে রাসেল। ২৬ বলে হাফ সেঞ্চুরি। ৩১ বলে ৭০ রান করে অপরাজিত। দ্রে রাসের জন্য উড়ে এল শাহরুখ খানের শুভেচ্ছাবার্তা।
advertisement
3/5
শুক্রবার আটটি ছক্কা মেরেছিলেন রাসেল। সঙ্গে দুটি চার। সব কটাই প্রায় পেল্লাই ছক্কা। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত কিং খানও।
advertisement
4/5
শুক্রবার কমলা টুপি পেয়েছেন রাসেল। শাহরুখ খান লিখলেন, বহুদিন পর আবার বল এতটা উঁচুতে উঠতে দেখলাম। ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ড।
advertisement
5/5
শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাসেলের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে তিনি খেলতে নেমে দলকে প্রায় একার হাতেই জিতিয়ে দিলেন।