ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই ভারতের প্রথম একাদশ! কারা থাকছে দলে আর কারা পড়ছে বাদ?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
See Best Playing Eleven Of Team India In ICC Champions Trophy 2025: তারকাখোচিত দলে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা। প্রথম একাদশ বাছতে গিয়ে হিমসিম খেতে হবে গৌতম গম্ভীর, রোহিত শর্মাদের।
advertisement
1/6

১৯ ফেব্রুয়ারি থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। প্রতিযোগিতার চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় দল। প্রাথমিক যে দল ঘোষণা করা হয়েছিল সেই দলে দুটি পরিবর্তন করা হয়েছে।
advertisement
2/6
চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। সেই জায়গায় দলে নেওয়া হয়েছে হর্ষিত রানাক। আর যশস্বী জয়সওয়ালের জায়গায় দলে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে।
advertisement
3/6
ব্যাটিং বিভাগে খুব একটা বড় চমক নেই। রোহিত, কোহলি, গিল, রাহুল, পন্থরা সুযোগ পেয়েছেন। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছে একাধিক অপশন। পেস অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও স্পিন অলরাউন্ডার হিসেবে রয়েছে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।
advertisement
4/6
চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে স্পেশালিস্ট স্পিনার হিসেবে দলে রয়েছেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। এছাড়া দলে ৩ পেসার হলেন মহম্মদ শামি, অর্শদীপ সিং ও হর্ষিত রানা।
advertisement
5/6
এমন তারকাখোচিত দলে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা। প্রথম একাদশ বাছতে গিয়ে হিমসিম খেতে হবে গৌতম গম্ভীর, রোহিত শর্মাদের। রিজার্ভ বেঞ্চে থাকতে হবে একাধিক তারকাকে।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।