রোনাল্ডোকে রাজকীয়ভাবে স্বাগত জানাল আল নাসের, রইল ১০টি সেরা ছবি
- Published by:Sudip Paul
Last Updated:
সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে রেকর্ড ১৭৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগীজ মহাতারকাকে রাজকীয়ভাবে স্বাগত জানাল তার নতুন ক্লাব।
advertisement
1/10

সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে রেকর্ড ১৭৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই করেছেন তিনি। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৭৭৬ কোটি।
advertisement
2/10
মঙ্গলবার রাতে আল নাসেরে প্রথমবার পা রাখেন রোনাল্ডো। ৩০ হাজার দর্শকের সামনে রাজকীয়ভাবে স্বাগত জানানো হয় সিআরসেভেনকে।
advertisement
3/10
আতবাজির রোশনাই, লেজার শো থেকে শুরু করে স্টেডিয়ামো রোনাল্ডোর নামে বিশালাকার পোস্টার কোনও কিছুই বাদ ছিল না স্বাগত জানানোর অনুষ্ঠানে।
advertisement
4/10
ইউরোপীয় ফুটবলের সঙ্গে দেড় দশকের বেশি সময়ের সম্পর্ক ছেদ করে এশীয় ফুটবলে পা রেখেও সেই একই মেজাজে সিআরসেভেন।
advertisement
5/10
এশিয়ায় খেলতে আসার জন্য যারা সমালোচনা করেছেন তাদের উদ্দেশ্যে রোনাল্ডো বলেন, 'যারা কটাক্ষ করে তাঁরা ফুটবলের কিস্যু বোঝে না। শুধু এশিয়া নয়, আফ্রিকার ফুটবল অনেক বদলে গিয়েছে। সেটা এবারের বিশ্বকাপ দেখলেই বোঝা যায়। ফুটবলের বিশ্বায়ন হয়েছে।'
advertisement
6/10
এশিয়া ফুটবলের উন্নতির জন্য কাজ করার ইচ্ছে প্রকাশ করে রোনাল্ডো বলেন, 'ইউরোপের ফুটবলে আমার কাজ শেষ। এবার এশিয়ার ফুটবলের জন্য কিছু করতে চাই। গোলার্ধের এই প্রান্তে ফুটবল অনেক এগিয়েছে। শুধু পুরুষদের ফুটবল নয়, মহিলা ফুটবলের জন্য অনেক কাজ হচ্ছে। সেই কাজের সঙ্গে আমিও এগোতে চাই।'
advertisement
7/10
মাঠে নামার জন্যও পুরোপুরি প্রস্তুত বলে এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোচ চাইলে ২-৩ দিনের মধ্যে মাঠে নেমে পড়বেন তিনি।
advertisement
8/10
রিয়াধের আল মুহম্মাদিয়াতে সপরিবার থাকবেন রোনাল্ডো। আট শয্যার মহল তৈরি করা হয়েছে রোনাল্ডোর জন্য। তৈরি করা হচ্ছে আলাদা শপিং মলও। থাকবে অলিম্পিক্সের মানের ব্যক্তিগত সুইমিংপুল। এ ছাড়াও কম্পাউন্ডের মধ্যেই থাকবে জিম, ক্লিনিক ও শপিংমল।
advertisement
9/10
ইউরোপে থেকে অভ্যাস। সৌদি আরবের গরমে যাতে রোনাল্ডোর কষ্ট না হয় সেই কারণে পাম গাছ দিয়ে মরুভূমি ঘেরা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির এসিও ব্যবহার করা হচ্ছে। রোনাল্ডোর সন্তানদের পড়াশোনার জন্য আল নাখিলের রয়েছে একাধিক আন্তর্জাতিক স্কুল।
advertisement
10/10
আড়াই বছরের জন্য আল নাসেরের সঙ্গে ফুটবলার হিসেবে চুক্তি সই করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারেন পর্তুগীজ মহাতারকা।