শোয়েবের আগে 'একজন' ছিলেন সানিয়ার জীবনে, হয়েছিল বাগদান! ভেঙে যায় বিয়ে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sania Mirza: শোয়েব মালিকের আগেও একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সানিয়া মির্জার। তবে বাগদান হওয়ার পর সম্পর্ক ভেঙে যায়।
advertisement
1/6

ভাঙবে ভাঙবে করছিল তাঁদের সম্পর্ক। সানিয়া মির্জা তবুও প্রকাশ্যে সব কিছু বলতে চাননি হয়তো! শেষ পর্যন্ত সানিয়া ও শোয়েবের সম্পর্ক ভাঙল। পাক অভিনেত্রীর সঙ্গে বিয়ের ছবি পোস্ট করে কার্যত সবাইকে তাক লাগালেন শোয়েব মালিক।
advertisement
2/6
ক্রিকেট থেকে এখন তাঁর বিদায় পর্ব চলছে। শোয়েব মালিক অবশ্য ব্যক্তিগত জীবনে এখনও চালিয়ে খেলছেন। তিন নম্বর বিয়েটা করেই ফেললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব।
advertisement
3/6
২০১০-এ বিয়ে করেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। পাকিস্তানের ক্রিকেটারকে বিয়ে। ফলে ভারতের টেনিস সুন্দরী সানিয়াকে অনেক কটাক্ষ শুনতে হয়। করাচিতে শ্বশুরবাড়ি হলেও সানিয়া ও শোয়েব থাকতেন দুবাইতে।
advertisement
4/6
তবে অনেকেই হয়তো জানেন না, এর আগে সানিয়া মির্জাও অন্য একজনের সঙ্গে বাগদান হয়েছিল। সেই সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙে যায়।
advertisement
5/6
শোহরাব মির্জার সঙ্গে বাগদান হয়েছিল সানিয়ার। তবে বাগদানের পর সেই সম্পর্ক টেকেনি। শোহরাব ও সানিয়া ঠিক করেন, তাঁরা আর এই সম্পর্কে থাকবেন না।
advertisement
6/6
শোহরাব ও সানিয়া একে অপরকে ছোটবেলা থেকেই চেনেন। দুই বাড়ির মতেই দুজনের বাগদান হয়। তবে বাগদানের পর থেকেই নাকি তাঁদের সম্পর্কের অবনতি হতে শুরু করে।