advertisement
1/5

•• এ বছরটা বিখ্যাত সেলেবরা পর পর বিয়ে করে গেলেন ৷ ২০১৮ সালে যে কত নামজাদা তারকা বিয়ে সেরে ফেলেছেন, তার কোনও ইয়ত্তা নেই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/5
•• এই তো গত শনিবার সাত পাকে বাঁধা পড়লেন ভারতের ব্যাডমিন্টন সেনসেশন সাইনা নেহওয়াল ৷ গোপীচাঁদের কৃতী ছাত্র পারুপল্লী কাশ্যপের গলাতেই মালা দিলেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/5
•• গতকাল রবিবার হয়ে গেল সাইনা ও পারুপল্লীর রিসেপশন ৷ এদিন বিখ্যাত বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা পোশাকে সেজে উঠেছিলেন এই তারকা যুগল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/5
•• ইন্ডিগো রংয়ের ভেলভেটের তৈরি লহেঙ্গায় সেজেছিলেন সাইনা ৷ তার উপর রয়েছে জারদৌসি কাজ ৷ সঙ্গে অ্যাপ্লিক, মুক্তো ও ক্রিস্টালের কাজ ৷ এর সঙ্গে ছিল হিরে এবং রুবির মানানসই গয়না ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/5
•• অন্যদিকে, পারুপল্লী পরেছিলেন ইন্ডিগো রংয়ের শেরওয়ানি ৷ যেটি কিনা তৈরি হয়েছে বাংলার মুর্শিদাবাদ সিল্ক দিয়ে ৷ এবং ‘টিল্লা’র বর্ডার দেওয়া তসর জর্জেটের শাল নিয়েছিলেন তিনি ৷ আর সঙ্গে ছিল ছিল আনকাট হিরে এবং মুক্তোর নেকলেস ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷