S Sreesanth On Spot Fixing Scam: 'ওই ১৩ জনের নাম বলতে পারব না', ফিক্সিং কাণ্ড নিয়ে ফের বিস্ফোরক শ্রীসন্থ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
S Sreesanth: 'মাত্র ১০ লাখ টাকার জন্য কেন ফিক্সিং করব!' ফের বিস্ফোরক শ্রীসন্থ।
advertisement
1/5

২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর। তার পরই এস শ্রীসন্থের ক্রিকেট কেরিয়ার প্রায় শেষ। তবে সম্প্রতি তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। আর এত বছর পর আবার পুরনো কাসুন্দি ঘেঁটে দিলেন শ্রীসন্থ। ফের ফিক্সিং কাণ্ড নিয়ে তাঁর বয়ান হইচই ফেলে দিয়েছে।
advertisement
2/5
শ্রীসন্থ বলেছেন, ''এক ওভারে ১৪ রান দরকার ছিল। আমি চার বলে পাঁচ রান দিয়েছিলাম। নো, ওয়াইড করিনি একটাও। এমনকী কোনও স্লোয়ার বলও করিনি। আমার পায়ে ১২বার অস্ত্রোপচার হওয়া সত্ত্বেও সেদিন ১৩০ কিমি প্রতি ঘণ্টার থেকে বেশি গতিতে বোলিং করছিলাম। আমি তখন জাতীয় দলে ফেরার চেষ্টা করছিলাম। তা হলে আমি কেন স্পট ফিক্সিং করতে যাব।''
advertisement
3/5
শ্রীসন্থ আরও বলেন, আমি তখন ইরানি ট্রফিতে ভাল পারফর্ম করেছিলাম। সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সুযোগ পাওয়ার জন্য ভাল পারফর্ম করার চেষ্টা করছিলাম। তা হলে আমি কেন ফিক্সিং করব! তাও আবার মাত্র ১০ লাখ টাকার জন্য! আমি বড় কথা বলছি না। তবে পার্টি করলে আমার খরচ হয় ২ লাখ টাকা।
advertisement
4/5
শ্রীসন্থ বলছিলেন, ২০১৩ সালে সুপ্রিম কোর্টের কাছে আরও ১৩টি নামও ছিল। আমি, আমার পরিবার, বন্ধুরা কতটা খারাপ সময় কাটিয়েছে বলে বোঝাতে পারব না। কারও বিরুদ্ধে অভিযোগ করাটা খুব খারাপ। অভিযোগ প্রমাণ করতে হয়। কিছু প্রমাণ হওয়ার আগে আমি ওই ১৩ জনের নাম বলতে পারব না কখনওই।
advertisement
5/5
শ্রীসন্থের সাজার মেয়াদ শেষ হয়েছে। তিনি কেরলের হয়ে ঘরোয়া ক্রিকেটেও ফিরেছেন। এবার শোনা যাচ্ছে, শ্রীসন্থ আবার আইপিএলে খেলতে পারেন। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, শ্রীসন্থকে দলে নেওয়ার ব্যাপারে নাকি দুটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে। এবার অবশ্য নিলামে কেউ তাঁকে দলে নিতে আগ্রহ দেখায়নি। তবে সামনের বছর মেগা নিলামে পজিটিভ কিছু হতে পারে বলে আশা করছেন শ্রীসন্থ।