TRENDING:

Rohit-Virat Retierment Decision: যেভাবে অসম্মান করছে তাতে অবসর নিল বলে রোহিত-বিরাট, বোমা ফাটালেন প্রাক্তন ভারতীয় তারকা

Last Updated:
Rohit Virat Retierment:সম্মান বাঁচাতে এ ছাড়া কোনও উপায় থাকবে না ..বিশ্বাস প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের
advertisement
1/8
যেভাবে অসম্মান করছে তাতে অবসর নিল বলে রোহিত-বিরাট, বোমা ফাটালেন প্রাক্তন ভারতীয় তারকা
: ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে বড়সড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে৷ সোজা কথায় রোহিত-বিরাট জমানা শেষ হয়ে এবার পুরো গম্ভীর তন্ত্র! নিজের পছন্দের প্লেয়ারদের নিচ্ছেন তাঁদেরই দায়িত্বের ব্যাটন তুলে নিচ্ছেন৷ বোর্ডের দাবি ২০২৭ বিশ্বকাপই টিম ইন্ডিয়ার ভিসন৷ এই দলে শুধুমাত্র ক্রিকেটার হিসেবে ঠাঁই হয়েছে রোহিত শর্মার৷ আগেই সব দায়িত্ব থেকে হাত তুলে নেওয়া বিরাট কোহলিও এই সফরে জাতীয় দলে ফিরেছেন৷ চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ক্রিকেট খেলা হয়নি৷ কিন্তু এটাই হয়ত লিমিটেড ওভার ক্রিকেটে জাতীয় দলের জার্সি গায়ে শেষ খেলা হতে পারে রোহিত-বিরাটের৷
advertisement
2/8
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেছেন যে অস্ট্রেলিয়া সফরের পরে রোহিত শর্মা এবং বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। তিওয়ারি বলেন যে এই দুই ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা তাঁরা সহ্য করবেন না। দু'জনেই ভারতীয় ক্রিকেটে বিরাট অবদান রেখেছেন, কিন্তু আজকাল তাঁদের সঙ্গে  যে আচরণ করা হচ্ছে তা অনেক প্রশ্ন তুলেছে।
advertisement
3/8
অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিতকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাঁর জায়গায় ক্যাপ্টেন হয়েছেন শুভমান গিল৷ রোহিত এবং বিরাট এখন শুভমান গিলের নেতৃত্বে ওয়ানডে খেলবেন। উভয় খেলোয়াড়ই ২০২৭ বিশ্বকাপে খেলতে চান, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা অসম্ভব বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
advertisement
4/8
বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকর ৪ অক্টোবর এক সংবাদ সম্মেলন করে রোহিত শর্মাকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে অপসারণের ঘোষণা দেন। শনিবার শুভমান গিলকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেন আগরকর। অজিত আরও উল্লেখ করেন যে ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলির অংশগ্রহণও অনিশ্চিত।
advertisement
5/8
'রোহিত এবং বিরাটের সঙ্গে ভাল ব্যবহার হচ্ছে না'মনোজ তিওয়ারি ক্রিক ট্র্যাকার ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে ধরণের অবদান রেখেছেন, তারপরেও যদি তাঁদের সঙ্গে এই ধরণের আচরণ করা হয়, তাহলে তা অত্যন্ত অপমানজনক।' তিনি আরও বলেন, ‘আমার মনে হয় ওঁরা দু'জনেই খুব শীঘ্রই অবসরের ঘোষণা দিতে পারে। অস্ট্রেলিয়া সিরিজের পরে হয়তো এটা হতে পারে।’’
advertisement
6/8
তিনি আরও বলেন, যখন তুমি কাউকে অধিনায়ক হিসেবে বাছো, তখন লক্ষ্য থাকে ম্যাচ এবং সিরিজ জেতা। রোহিত শর্মা ইতিমধ্যেই ধারাবাহিকভাবে এটা করে আসছিলেন। দলটি ভাল পারফর্ম করছিল, ফলাফল আসছিল, তাহলে এই পরিবর্তনের কী প্রয়োজন ছিল?
advertisement
7/8
রোহিতের নেতৃত্বে ভারত সাত মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলসাত মাস আগে, রোহিত সংযুক্ত আরব আমিরাতে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা এনে দিয়েছিলেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে তার জয়ের হার চিত্তাকর্ষক। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে তার জয়ের হার ৭৫। হিটম্যান ৫৬টি ওয়ানডেতে ভারতের নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ভারত ৪২টিতে জিতেছে।
advertisement
8/8
আত্মসম্মানের জন্য বিরাট টেস্ট ক্রিকেট থেকে অবসরমনোজ তিওয়ারি বলেন, বর্তমান টিম ম্যানেজমেন্টের মনোভাব দেখে বিরক্ত হয়ে বিরাট টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছেন। তাঁর সঙ্গে ভাল আচরণ করা হচ্ছিল না। এই কারণেই বিরাট নীরবে টেস্ট ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন, হতাশা থেকে নয়, বরং আত্মসম্মানের কারণে। বিরাটের অধিনায়কত্বে ভারত ৬৮টি টেস্ট খেলেছে, যার মধ্যে সর্বোচ্চ ৪০টি টেস্ট ম্যাচ জিতেছে।
বাংলা খবর/ছবি/খেলা/
Rohit-Virat Retierment Decision: যেভাবে অসম্মান করছে তাতে অবসর নিল বলে রোহিত-বিরাট, বোমা ফাটালেন প্রাক্তন ভারতীয় তারকা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল