Rohit Sharma: পয়া সিডনিতে অনবদ্য সেঞ্চুরি রোহিত শর্মার, ২৭-এর বিশ্বকাপে জায়গা পাকা হিটম্যানের!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma Scored Century: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি, ৭৩ রানের ঝকঝকে ইনিংস। কিন্তু সেটা ছিল শুধু ট্রেলার। পুরো সিনেমা হিটম্যান দেখালেন তৃতীয় ম্যাচে অনবদ্য সেঞ্চুরি করে। বিশ্বকাপ খেলবেন বুঝিয়ে দিলেন হিটম্যান।
advertisement
1/5

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি, ৭৩ রানের ঝকঝকে ইনিংস। কিন্তু সেটা ছিল শুধু ট্রেলার। পুরো সিনেমা হিটম্যান দেখালেন তৃতীয় ম্যাচে অনবদ্য সেঞ্চুরি করে। বিশ্বকাপ খেলবেন বুঝিয়ে দিলেন হিটম্যান।
advertisement
2/5
দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে অনবদ্য ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। তারপরও সকলে দেখার অপেক্ষায় ছিল ধারাবাহিকভাবে রান করতে এখনও হিটম্যান সক্ষম কিনা। ব্যাক টু ব্যাক বড় রান করে সব জল্পনায় ইতি টানলেন তিনি।
advertisement
3/5
তৃতীয় ম্যাচে ফের একবার একরকমভাবে ঝলসে উঠল রোহিত শর্মার ব্যাট। ইনিংসের শুরু থেকেই ছন্দে পাওয়া যায় প্রাক্তন ভারত অধিনায়ককে। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন রোহিত।
advertisement
4/5
শুভমান গিল আউট হওয়ার পর রোহিত শর্মা ও বিরাট কোহলি বড় পার্টনারশিপ গড়ে ভারতের জয়ের ভিত গড়ে দেন। সিডনির মাঠে 'রোকোর' জুটি উপভোগ করেন ফ্যানেরা।
advertisement
5/5
১০৪ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে নিজের ৩৩ তম সেঞ্চুরি করেন হিটম্যান। সেঞ্চুরির সময় ১১টি চার ও ২টি ছয়ে সাজানো ছিল রোহিতের ইনিংস। পয়া সিডনিতে রোহিতের সেঞ্চুরি প্রমাণ করল বয়স শুধু সংখ্যা মাত্র।