TRENDING:

'আমার বোনের দিকে দেখবি না', রোহিত শর্মাকে হুমকি! সেই মেয়েই এখন তাঁর স্ত্রী

Last Updated:
Rohit Sharma Love Story: রিতিকার জন্য হুমকি শুনতে হয়েছিল রোহিত শর্মাকে।
advertisement
1/7
'আমার বোনের দিকে দেখবি না', রোহিত শর্মাকে হুমকি! সেই মেয়েই এখন তাঁর স্ত্রী
কথায় বলে, যে কোনও সফল ব্যক্তির পিছনেই থাকেন এক মহিলা। কথাটা হয়তো রোহিত শর্মার ক্ষেত্রে খেটে যায়। তাঁর জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রিতিকা সজদেহর।
advertisement
2/7
একটা সময় রোহিত শর্মার ম্যানেজার ছিলেন রিতিকা। এখন তিনিই তাঁর স্ত্রী। তবে তাঁদের লাভ স্টোরি বেশ জমজমাট। অনেকেই জানেন না, রিতিকা একটা সময় বিরাট কোহলির ম্যানেজার হিসেবেও কাজ করেছেন।
advertisement
3/7
জানা যায়, দুজনের একটা বিজ্ঞাপনী শুটে দেখা হয়েছিল প্রথমবার। সেই শুটের আগে রোহিত শর্মাকে হুমকি দিয়েছিলেন যুবরাজ সিং। বলেছিলেন, রিতিকা তাঁর বোন। রোহিত যেন তাঁর দিকে না তাকায়!
advertisement
4/7
রোহিত সেদিন যুবির কথা শুনে অবাক হয়ে যান। তবে এর পর একটা সময় পর রিতিকা নিজেই এসে রোহিতের সঙ্গে কথা বলেন। তার পর দুজনের ভাল বন্ধুত্ব হয়। সেই থেকে তাঁদের সম্পর্কের শুরু। ২০১৫ সালে বিয়ে করেন রোহিত ও রিতিকা।
advertisement
5/7
মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন রোহিত শর্মা। তিনি দাদু-ঠাকুমার কাছে মানুষ। রিতিকা তাঁর জীবনে অনেকটা জায়গা জুড়ে রয়েছেন।
advertisement
6/7
২০১৮ সালে রিতিকা ও রোহিত শর্মা বাবা-মা হন। তাঁদের জীবনে আসে সামাইরা।
advertisement
7/7
যুবরাজ সিং নিজের বোনের মতোই ভালবাসেন রিতিকা সজদেহকে। যুবিকে রাখি পরান রোহিতের স্ত্রী।
বাংলা খবর/ছবি/খেলা/
'আমার বোনের দিকে দেখবি না', রোহিত শর্মাকে হুমকি! সেই মেয়েই এখন তাঁর স্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল