TRENDING:

Rohit Sharma Brother: রোহিতের 'ভাই'কে চেনেন? খোদ হিটম্যানের মায়ের পোস্টেই ফাঁস হল ভাইয়ের সিক্রেট ফোটো

Last Updated:
Rohit Sharma Mother Post: ‘কাঁধে মেয়ে, পিঠে গোটা দেশ, পাশে ভাই’, বিশ্বকাপ জয়ের পর ছেলের ছবি পোস্ট রোহিতের মায়ের৷ মায়ের লেখা এই পোস্টে নেটদুনিয়ায় শোরগোল!
advertisement
1/7
রোহিতের 'ভাই'কে চেনেন?খোদ হিটম্যানের মায়ের পোস্টেই ফাঁস হল ভাইয়ের সিক্রেট ফোটো
সাউথ আফ্রিকাকে হারিয়ে সদ্য বিশ্বকাপ জিতে উঠেছেন দু’জন। চোখে-মুখে তৃপ্তির হাসি। হাতে ট্রফি নিয়ে মাঠে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ফ্রেমটা কী রকম?সাউথ আফ্রিকাকে হারিয়ে সদ্য বিশ্বকাপ জিতে উঠেছেন দু’জন। চোখে-মুখে তৃপ্তির হাসি। হাতে ট্রফি নিয়ে মাঠে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ফ্রেমটা কী রকম?
advertisement
2/7
মায়ের আঁচলের মতো গায়ে জড়িয়ে রেখেছেন ভারতের পতাকা। রোহিত কাঁধে তুলে নিয়েছেন মেয়েকে। গলায় বিশ্বজয়ীর পদক। মুখে চওড়া হাসি। পাশে দাঁড়িয়ে বিরাট। হাতে বিশ্বকাপ। মুখে এক গাল হাসি। এই ছবিটিই সামান্য এডিট করে পোস্ট করেছেন রোহিতের মা পূর্ণিমা শর্মা।
advertisement
3/7
পোস্টে কোহলিকে রোহিতের ‘ভাই’ সম্বোধন করেছেন পূর্ণিমা। ক্যাপশনে লিখেছেন, “কাঁধে রয়েছে মেয়া। পিছে টানছেন গোটা দেশকে। পাশে রয়েছে ভাই”। রোহিতের মায়ের এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আবেগে ভাসছেন ক্রিকেটপ্রেমীরা। কোহলিকে ‘ভাই’ সম্বোধন হৃদয় জিতে নিয়েছে আপামর দেশবাসীর।
advertisement
4/7
একটা সময় বিরাট-রোহিতের দ্বন্দ্ব নিয়ে জল্পনা চলত ভারতীয় ক্রিকেট মহলে। তবে প্রকাশ্যে কেউই এই নিয়ে মুখ খোলেননি কোনওদিন। একে অপরের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল থেকেছেন দুজন। আর এবার তো কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। দেশকে জিতিয়েছেন বিশ্বকাপ। চোখে জল নিয়ে জড়িয়ে ধরেছেন।
advertisement
5/7
বিরাটের সঙ্গে ছবি পোস্ট করায় রোহিতের মায়ের প্রশংসা করছেন নেটিজেনরা। তাঁরা বলছেন, “কোনও নিরাপত্তাহীনতা নেই। অবলীলায় কোহলির সঙ্গে নিজের ছেলের ছবি পোস্ট করলেন। এ থেকে বোঝা যায়, গোটা টিম তাঁদের পরিবার। বিরাট সেই পরিবারের সদস্য”। এক ইউজার কমেন্টে লিখেছেন, “অন্য মায়ের পেটের ভাই”। আরেকজন ইউজার পূর্ণিমাকে রত্নগর্ভা আখ্যা দিয়েছেন। লিখেছেন, “আপনি এই দেশকে হিরে দিয়েছেন”।
advertisement
6/7
ইতিমধ্যে বিশ্বকাপ জয়ের পর দুজনেই টি২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কোহলি বলেছেন, “দীর্ঘ অপেক্ষার পর আইসিসি টুর্নামেন্ট জিতলাম আমরা। এটা আমার ষষ্ঠ টি২০ বিশ্বকাপ। এবার পরবর্তী প্রজন্মকে এগিয়ে দেওয়ার সময় এসেছে”।
advertisement
7/7
রোহিতও হাসিমুখে বিদায় জানিয়েছেন টি২০ ফরম্যাটকে। বিশ্বকাপ জয়ের পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “এটা আমার শেষ ম্যাচ ছিল। যবে থেকে এই ফরম্যাটে খেলা শুরু করেছি, শুধু উপভোগ করেছি। টি২০-কে বিদায় জানানোর এর থেকে ভাল মুহূর্ত আর পাব না। সবচেয়ে বড় কথা এই ফরম্যাটেই আমি ভারতের জার্সিতে খেলা শুরু করি। এটাই আমি চেয়েছিলাম। কাপ জেত এবং বলো বিদায়”।
বাংলা খবর/ছবি/খেলা/
Rohit Sharma Brother: রোহিতের 'ভাই'কে চেনেন? খোদ হিটম্যানের মায়ের পোস্টেই ফাঁস হল ভাইয়ের সিক্রেট ফোটো
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল