পাকিস্তান ভেবেছিল 'ফ্লাওয়ার', শর্মাজি আজ 'ফায়ার'! ঘাম, রক্ত ঝরছে শাহিনদের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rohit Sharma vs Pakistan: দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। হিটম্যান ফিরলেন রাজার মতো।
advertisement
1/7

তিনি আগে বিশ্বমানের ব্যাটার, তার পর অধিনায়ক। অনেকেই সে কথা বলেন রোহিত শর্মা সম্পর্কে।
advertisement
2/7
ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকে ব্যাটার রোহিত শর্মার সময়টা ভাল যাচ্ছে না। প্রায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতি।
advertisement
3/7
রোহিত শর্মার বদলে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার দাবিও উঠে গিয়েছে এর মধ্যে। আর এমন পরিস্থিতিতে রোহিত শর্মাকে জ্বলে উঠতেই হত।
advertisement
4/7
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলে বারবার তিনি শাহিন আফ্রিদির বলে আউট হচ্ছিলেন। তবে এদিন আর একই ভুল করলেন না। শর্মাজি এদিন যেন ফায়ার!
advertisement
5/7
পাকিস্তানের বিরুদ্ধে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেললেন শর্মাজি। তবে আউট হলেন শাদাব খানের স্পিনের ভেলকিতে।
advertisement
6/7
একের পর এক ম্য়াচে রান পাচ্ছিলেন না রোহিত শর্মা। এদিন তাই জবাব দিলেন যাবতীয় সমালোচনার। শুরু থেকেই এদিন আক্রমণাত্মক ছিলেন তিনি।
advertisement
7/7
লোকে তাঁকে ডাকে হিটম্যান নামে। কিন্তু গত কয়েক মাস ধরে যেন নিজের নামের সঙ্গে সুবিচার করতে পারছিলেন না তিনি।